কুষ্টিয়ার খোকসায় নানা আয়োজনে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তর এর আয়োজনে উপজেলা অডিটোরিয়াম আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার।উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তী হালদার, উপজেলা কৃষি অফিসার সবুজ কুমার সাহা, থানা অফিসার (তদন্ত) গৌতম ঠাকুর, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, খোকসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন, সমবায়ী আব্দুল গফুর ও আরজিনা খাতুন প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার বজলুর রহমান । আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম, উপজেলা মৎস্য কর্মকর্তা তারিক আজিজ প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউপি চেয়ারম্যান, সমবায় সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকগণ।
বক্তাগণ সমবায় দিবসের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বাবুল আখতার ও সভাপতি উপজেলা নিবার্হী অফিসার রিপন বিশ্বাস।
প্রিন্ট