ঢাকা , শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কাশিমপুর কারাগারে ঠাঁই হল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী’র Logo চট্টগ্রামের পটিয়ার পাহাড়ি এলাকা থেকে ৭ শিক্ষার্থী অপহ্রতঃ মুক্তিপণের বিনিময়ে মুক্ত Logo নড়াইলের লোহাগড়ার কাউলিডাঙ্গা বিলে যুবক খুন Logo অভিযুক্ত দুইজনের মধ্যে গ্রেপ্তার এক Logo হত্যা মামলায় কারাগারে আইভী Logo রাজবাড়ীতে পুড়ে গেছে ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার Logo গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অন্তবর্তীকালীন সরকারের মাননীয় স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা মহোদয়ের দিনাজপুর জেলায় আগমন Logo নানান নাটকীয়তার পর ভোরে আ.লীগ নেত্রী আইভি গ্রেফতার Logo তানোরে ফসলী জমি হ্রাস খাদ্য ঘাটতির আশঙ্কা Logo চাঁপাইনবাবগঞ্জে নিজ বাড়ি থেকে আইনজীবীর গলিত মরদেহ উদ্ধার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

কুষ্টিয়ায় বিএনপি-জামায়াতের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার

কুষ্টিয়ায় নাশকতাসহ বিভিন্ন মামলায় বিএনপি, জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের ১৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

শুক্রবার (৩ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) পলাশ কান্তি নাথ বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও ভেড়ামারা উপজেলার বামনপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম ডাবলু (৫৮), ভেড়ামারা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ভেড়ামারা উপজেলার ক্ষেমিরদিয়ার বিশ্বাসপাড়া এলাকার মৃত মকছেদ আলীর ছেলে মেহেরুল ইসরাম (৪৬), খোকসা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও খোকসা উপজেলার ভবানিপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে রবিউল ইসলাম (৪৫)।

 

জামায়াতের কেন্দ্রীয় কমিটির সুরা সদস্য ও কুষ্টিয়া জেলার রোকন এবং কুষ্টিয়া শহরের কালিশংকরপুর এলাকার মৃত আব্দুর লতিফের ছেলে ফরহাদ হুসাইন (৭২), জামায়াতের কর্মী ও মিরপুর উপজেলার ঝুটিয়াডাঙ্গা গ্রামের নিহাজ উদ্দিনের ছেলে মাসুদ রানা (২৪), কুষ্টিয়া শহর জামায়াতের আমির ও কুষ্টিয়া শহরের দেশওয়ালীপাড়ার দোস মোহাম্মদ লেনের মৃত সুলতান আহম্মেদের ছেলে রাজী উদ্দিন শাহিন (৫৫)।

 

কুষ্টিয়া শহর জামায়াতের রোকন ও কুষ্টিয়া সদর উপজেলার জগতী ফুলবাড়িয়া এলাকার মৃত মকসেদুর রহমানের ছেলে আব্দুর রহিম (৪০), কুষ্টিয়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ড জামায়াতের রোকন ও কুষ্টিয়া শহরের কাস্টম মোড় এলাকার মৃত গাজির উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম (৭৩), কুষ্টিয়া শহর জামায়াতের রোকন ও কুষ্টিয়া শহরের চৌড়হাস প্রতীতি বিদ্যালয় এলাকার মৃত রহমত আলীর ছেলে আবুল কাশেম (৬৭), কুষ্টিয়া শহর জামায়াতের রোকন ও মিরপুর উপজেলার কালিনাথপুর এলাকার মৃত মজিবার রহমানের ছেলে ইউনুস আলীসহ (৫২) বিএন‌পি, জামায়া‌ত ও ছাত্র শিবিরের ১৬ জন নেতাকর্মী‌কে গ্রেপ্তার করা হয়েছে।

 

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) পলাশ কান্তি নাথ বলেন, কুষ্টিয়ায় নাশকতাসহ বিভিন্ন মামলায় বিএনপি, জামায়াত, ও ছাত্রশিবিরের ১৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

এ বিষয়ে কথা বলার জন্য কুষ্টিয়া জেলা জামায়াতের একাধিক নেতার মুঠোফোনে কল করা হলেও কেউ রিসিভ করেননি।

 

কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিম উল হাসান অপু বলেন, কুষ্টিয়া জেলার প্রত্যেক উপজেলায় বিএনপির নেতাকর্মীদের নামে নতুন নতুন মামলা এবং গ্রেপ্তার করা হচ্ছে। রাষ্ট্রক্ষমতা না ছাড়ার জন্য হামলা-মামলা করা হচ্ছে।

 

 

নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে তাদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি জানান তিনি।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কাশিমপুর কারাগারে ঠাঁই হল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী’র

error: Content is protected !!

কুষ্টিয়ায় বিএনপি-জামায়াতের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট টাইম : ০৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :

কুষ্টিয়ায় নাশকতাসহ বিভিন্ন মামলায় বিএনপি, জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের ১৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

শুক্রবার (৩ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) পলাশ কান্তি নাথ বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও ভেড়ামারা উপজেলার বামনপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম ডাবলু (৫৮), ভেড়ামারা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ভেড়ামারা উপজেলার ক্ষেমিরদিয়ার বিশ্বাসপাড়া এলাকার মৃত মকছেদ আলীর ছেলে মেহেরুল ইসরাম (৪৬), খোকসা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও খোকসা উপজেলার ভবানিপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে রবিউল ইসলাম (৪৫)।

 

জামায়াতের কেন্দ্রীয় কমিটির সুরা সদস্য ও কুষ্টিয়া জেলার রোকন এবং কুষ্টিয়া শহরের কালিশংকরপুর এলাকার মৃত আব্দুর লতিফের ছেলে ফরহাদ হুসাইন (৭২), জামায়াতের কর্মী ও মিরপুর উপজেলার ঝুটিয়াডাঙ্গা গ্রামের নিহাজ উদ্দিনের ছেলে মাসুদ রানা (২৪), কুষ্টিয়া শহর জামায়াতের আমির ও কুষ্টিয়া শহরের দেশওয়ালীপাড়ার দোস মোহাম্মদ লেনের মৃত সুলতান আহম্মেদের ছেলে রাজী উদ্দিন শাহিন (৫৫)।

 

কুষ্টিয়া শহর জামায়াতের রোকন ও কুষ্টিয়া সদর উপজেলার জগতী ফুলবাড়িয়া এলাকার মৃত মকসেদুর রহমানের ছেলে আব্দুর রহিম (৪০), কুষ্টিয়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ড জামায়াতের রোকন ও কুষ্টিয়া শহরের কাস্টম মোড় এলাকার মৃত গাজির উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম (৭৩), কুষ্টিয়া শহর জামায়াতের রোকন ও কুষ্টিয়া শহরের চৌড়হাস প্রতীতি বিদ্যালয় এলাকার মৃত রহমত আলীর ছেলে আবুল কাশেম (৬৭), কুষ্টিয়া শহর জামায়াতের রোকন ও মিরপুর উপজেলার কালিনাথপুর এলাকার মৃত মজিবার রহমানের ছেলে ইউনুস আলীসহ (৫২) বিএন‌পি, জামায়া‌ত ও ছাত্র শিবিরের ১৬ জন নেতাকর্মী‌কে গ্রেপ্তার করা হয়েছে।

 

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) পলাশ কান্তি নাথ বলেন, কুষ্টিয়ায় নাশকতাসহ বিভিন্ন মামলায় বিএনপি, জামায়াত, ও ছাত্রশিবিরের ১৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

এ বিষয়ে কথা বলার জন্য কুষ্টিয়া জেলা জামায়াতের একাধিক নেতার মুঠোফোনে কল করা হলেও কেউ রিসিভ করেননি।

 

কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিম উল হাসান অপু বলেন, কুষ্টিয়া জেলার প্রত্যেক উপজেলায় বিএনপির নেতাকর্মীদের নামে নতুন নতুন মামলা এবং গ্রেপ্তার করা হচ্ছে। রাষ্ট্রক্ষমতা না ছাড়ার জন্য হামলা-মামলা করা হচ্ছে।

 

 

নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে তাদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি জানান তিনি।


প্রিন্ট