“সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ ” এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে ৫২ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।
৪ নবেম্বর শনিবার সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে ফারুক খান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার সাহার সভাপতিত্বে এবং উপজেলা ইউসিসিএ লিঃ (বিআরডিবি) এর সভাপতি মোঃ ইকবাল হোসেন মিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা এস এম সাইফুল ইসলাম, মধুমতি কন্ঠের সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা ইউসিসিএ লিঃ (বিআরডিবি) এর সহ-সভাপতি মামুন ইসলাম ডালিম, ভোরের কাগজের প্রতিনিধি ও সার্বিক নীড় সমবায় সমিতির সভাপতি কাজী ওহিদুল ইসলাম, বহুগ্রাম ইউপি সদস্যা রেহানা পারভীন, মা লক্ষী সমবায় সমিতির সভাপতি মিনতি বিশ্বাস প্রমূখ।
সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর বিশাল এক র ্যালী উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
প্রিন্ট