ঝিনাইদহের সিনিয়র সাংবাদিক আসিফ ইকবাল কাজল চৌধুরী ও দৈনিক যুগান্তরের কালীগঞ্জ প্রতিনিধি শাহরিয়ার রহমানের বিরুদ্ধে আদালতে মানহানীর অভিযোগের প্রতিবাদে নিন্দাও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে শৈলকুপা প্রেসক্লাব কার্যালয়ে সভাপতি এম হাসান মুসার সভাপতিত্বে জরুরী এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অবিলম্বে এ মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবী জানিয়ে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক আমদের সময়ের উপজেলা প্রতিনিধি শাহীন আক্তার পলাশ, ডিবিসি টিভির ঝিনাইদহ জেলা প্রতিনিধি আবদুর রহমান মিল্টন, সমকাল প্রতিনিধি তাজনুর রহমান ডাবলু, ডাকুয়া পত্রিকার সম্পাদক শামীম বিন সাত্তার, প্রেসক্লাবের সহ সভাপতি ও নয়াদিগন্ত প্রতিনিধি মফিজুল ইসলাম, প্রেসক্লাবের সাংগাঠনিক সম্পাদক ও আমার সংবাদের উপজেলা প্রতিনিধি আবদুল জাব্বার, মানবজমিন প্রতিনিধি ওয়ালিউল্লাহ ওলি, খবরপত্রের উপজেলা প্রতিনিধি চঞ্চল মাহমুদ, দৈনিক যশোরের শৈলকুপা প্রতিনিধি নোমান পারভেজ, প্রেসক্লাবের সহ সাধারন সম্পাদক ও রবি বার্তার জেলা প্রতিনিধি তুহিন জোয়ার্দ্দার, বর্তমান কথার জেলা প্রতিনিধি বকুল, এই আমার দেশের শৈলকুপা প্রতিনিধি আবদুল আলীম সহ আরো অনেকে।
উল্লেখ্য কালীগঞ্জ অগ্রণী ব্যাংকের জালিয়াতির ঘটনা নিয়ে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশিত হলে ঝিনাইদহের সিনিয়র সাংবাদিক আসিফ কাজল ও দৈনিক যুগান্তরের কালীগঞ্জ প্রতিনিধি শাহরিয়ার রহমানের বিরুদ্ধে গত ১৬ই নভেম্বর আদালতে মানহানীর অভিযোগ দায়ের করেন সদ্য বরখাস্তকৃত ক্যাশ কর্মকর্তা আঃ সালাম ও মাঠকর্মী আজির আলী।