ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় আট বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার দুপুরে বোয়ালমারী থানায় একটি ধর্ষণচেষ্টার মামলা হয়েছে। বোয়ালমারী থানার মামলা নম্বর ৪।
গত শুক্রবার দুপুর ১২টার সময়ে বোয়ালমারী থানার বরাশিয়া নদীর উত্তর পাশে রায়পুর শ্মশানের কাছে সরকারি পরিত্যাক্ত বিভিন্ন গাছের বাগানের ভিতরে এ ঘটনা ঘটে। ওই দিন রাতে শিশুটিকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে যাওয়া হলে জরুরী বিভাগে থাকা ডা. আমির হামজা প্রাথমিক চিকিৎসা সেবা দেয় এবং অবস্থার অবনতি হওয়ায় তাৎক্ষনিক উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুরে প্রেরণ করেন।
বর্তমানে শিশুটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। অভিযোগ ওঠা ব্যক্তি মো. হানিফ শেখের ছেলে মো. ইউনুস শেখ (৫০)। তার বাড়ি বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নে। শিশু ও অভিযুক্ত ব্যক্তি পরষ্পর প্রতিবেশী।
শিশুটির মা এজাহারে উল্লেখ করেন, আমার মেয়ে সহ আরও কয়েক জন শিশু বোয়ালমারী থানার গুনবহা কামারগ্রাম গ্রামের বারাশিয়া নদে গোসল করতে যায়। বারাশিয়া নদে গোসল করার সময়ে বিবাদী মো. ইউনুস শেখ আমার মেয়েকে গোসল করা অবস্থায় ঘাড়ে করে বরাশিয়া নদীর উত্তর পাশে রায়পুর শ্বশানের কাছে সরকারি পরিত্যাক্ত বিভিন্ন গাছের বাগানের মধ্যে নিয়ে যায় এবং সেখানে আমার মেয়েকে ভঁয়ভীতি দেখিয়ে ধর্ষনের চেষ্টা চালায়। ধর্ষনের চেষ্টা চালানোর পরে আমার মেয়ে বাড়ি আসে।
ঘটনার দিন আনুমানিক রাত ১০ টার সময়ে আমার মেয়ে পেট ব্যাথা ও গোপন-অঙ্গে জ্বালা পোড়া করলে কান্না কাটি শুরু করে। এরপরে মেয়ের কাছে জানতে চাইলে তখন বিবাদী ইউনুস আমার মেয়ের সাথে যা করেছে তা সব বলে। বিবাদী ইউনুস আমার মেয়েকে এই ঘটনা কারো কাছে বলতে নিষেধ করেছে। এই কারনে আমার মেয়ে কারও কাছে তখন ঘটনা বলে নাই।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আমীর হামজা বলেন, শিশুটি অসুস্থ অবস্থায় শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে হাসপাতালে এসেছিল। ধর্ষণ চেষ্টার লক্ষণ পেয়েছি। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক রিপন কাজী বলেন, এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে শনিবার দুপুরে থানায় মামলা দায়ের করেছেন। আমরা ইউনুস শেখকে গ্রেফতার চেষ্টা করছি। শিশুটি বর্তমানে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুরে ভর্তি রয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে বিবাদী মোঃ ইউনুস শেখ এর আগেও এরকম অনেক বাচ্চাদের সাথে এইসব অপকর্ম করেছে এবং টাকার বিনিময়ে তা মিমাংসা ও করেছে বলে অভিযোগ রয়েছে।
প্রিন্ট