ঢাকা , রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঈশ্বরদীতে তাপদাহে লিচুর ফলন বিপর্যয়, বেড়েছে দাম Logo স্কুল ছাত্র অন্তর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আজিজুল গ্রেফতার Logo যাত্রীর গায়ের পোশাক পুড়িয়ে মিলল সাড়ে চার কোটি টাকার স্বর্ণ Logo কালুখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ সম্পন্ন Logo ঈশ্বরদীতে জব্দকৃত খিচুড়ি এতিমখানায় বিতরণ, জরিমানা ১০ হাজার টাকা Logo ফরিদপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo হাতিয়ার দিঘীতে মিললো এক মণ ওজনের কোরাল মাছ, ৪০ হাজারে বিক্রি ! Logo পদ্মা নদী থেকে ১৯ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার Logo প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ‌ছাত্রলীগের কর্মসূচি পালিত Logo ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‌ স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

বিচ্ছিন্ন পিকেটিং ঝটিকা মিছিল সংঘর্ষে বিএনপি’র হরতাল

রাজধানী ঢাকাসহ দেশজুড়ে গতকাল রবিবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। এ কর্মসূচি পালনকালে দেশের বিভিন্ন জায়গায় দল দুটির নেতাকর্মীরা পুলিশ ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ান। কোথাও কোথাও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এসব সহিংসতায় তিনজন নিহত এবং অন্তত ১৫৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে রাজধানীর মোহাম্মদপুরে বিএনপির ওয়ার্ড পর্যায়ের এক নেতা এবং লালমনিরহাটে শ্রমিক লীগের এক নেতার মৃত্যু হয়েছে। হরতালের আগের দিন সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ১২ জেলায় বিএনপি-জামায়াতের ২৬০ নেতাকর্মীকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

 

এদিকে মহাসমাবেশ-হরতাল শেষে এবার আগামীকাল মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার তিন দিন দেশব্যাপী রাজপথ, রেলপথ ও নৌপথে সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি। নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি, গ্রেপ্তার, হয়রানির প্রতিবাদে গতকাল সন্ধ্যায় দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অজ্ঞাতস্থান থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

 

রিজভী বলেন, ‘চলমান বিচারহীনতা, অপশাসন, সীমাহীন দুর্নীতি, অনাচার, অর্থ পাচার ও সিন্ডিকেটবাজির ফলে দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতিতে বিপর্যস্ত জনগণের জীবন-জীবিকা রক্ষার স্বার্থে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একা দফা দাবি আদায়ের লক্ষ্যে গতকাল (শনিবার) মহাসমাবেশের আয়োজন করা হয়। সেই মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের নেতাকর্মীদের গ্রেপ্তার এবং এক দফা দাবি আদায়ের লক্ষ্যে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে।’

 

সংবাদ সম্মেলনে রিজভী গত কয়েক দিনে বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশি হামলা ও গ্রেপ্তারের চিত্র তুলে ধরে বলেন, ‘শনিবারের মহাসমাবেশের সময় থেকে আজ (গতকাল) রবিবার বিকেল পর্যন্ত রাজধানীসহ সারা দেশ থেকে ৯৬০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। এ পর্যন্ত একজন সাংবাদিকসহ চারজন মারা গেছেন। এর মধ্যে তিনজনকে পুলিশ ও সরকারি দলের সন্ত্রাসীরা হত্যা করেছে। পুলিশ ও সরকারি দলের হামলায় তিন হাজারের বেশি নেতাকর্মী আহত হয়েছেন। পাঁচ দিনে ২ হাজার ৬৪০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।’

 

সংবাদ সম্মেলনে অনলাইনে যুক্ত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ও সহ অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান।

 

হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে দীর্ঘদিন পর বিএনপি নেতৃত্বাধীন শরিক দলগুলোর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল অনেকটা শান্তিপূর্ণভাবেই পালিত হয়েছে। তবে রাজধানীতে বাসে আগুন লাগার ঘটনায় একজন শ্রমিক নিহত হয়েছেন। রাজধানী ঢাকার বেশিরভাগ সড়কে যাত্রীবাহী বাস চলাচল তেমন চোখে পড়েনি। রাস্তায় ব্যক্তিগত গাড়ির সংখ্যাও ছিল খুব কম। ছিল না চিরচেনা যানজট। অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে মোড়ে ছিল পুলিশি পাহারা। প্রধান প্রধান সড়কে টহল দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাব।

 

বিগত দিনের হরতালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নেতারা থাকলেও এবার কেউ ছিলেন না। আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য অবস্থান করছিলেন সেখানে। কার্যালয় নেতাকর্মীশূন্য থাকলেও দিনভর রাজধানীর বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড মিছিল করেছেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলনের শরিক রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরাও মিছিল করেন।

 

১১ গাড়িতে আগুন : গতকাল দুপুরে রাজধানীর পরীবাগে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সম্মেলন কক্ষে হরতাল পরিস্থিতিতে গণপরিবহনে অগ্নিসংযোগসহ সার্বিক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ বলেন, ‘হরতালে রাজধানী ও আশপাশে সাতটি গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এর মধ্যে ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনে অছিম পরিবহনের একটি, মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে স্বাধীন পরিবহনের একটি, জিপিও মোড়ে একটি, তাঁতীবাজার মোড়ে বিহঙ্গ পরিবহনের একটি, মোহাম্মদপুর টাউন হলের সামনে পরিস্থান পরিবহনের একটি এবং জিরানী বাজার এলাকায় সাভার পরিবহনের একটি এবং সেই সঙ্গে আমারও একটি বাসে আগুন দিয়েছে।’

 

রাজধানীতে দুজন নিহত : হরতাল চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। তার নাম আবদুর রশীদ (৩৮)। তিনি আদাবর থানার ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ছিলেন বলে দাবি করে বিএনপি বলেছে, আওয়ামী লীগ নেতাকর্মীরা তাকে পিটিয়ে ছাদ থেকে ফেলে হত্যা করেছেন। তবে পুলিশের দাবি, বাসে আগুন দিয়ে পথচারীদের ধাওয়ায় পালাতে ছাদে উঠেছিলেন ওই ব্যক্তি। পরে লাফিয়ে পড়ে তার মৃত্যু হয়। অন্যদিকে গত শনিবার রাত ৩টার দিকে ডেমরার পশ্চিম দেইল্লা পাকা রাস্তার ওপর একটি বাসে আগুন দেয় দুষ্কৃতকারীরা। এই আগুনে পুড়ে নাঈম চৌকিদার (২২) নামে এক যুবকের মৃত্যু হয়। তিনি অছিম পরিবহনের বাসের চালকের সহকারী (হেলপার)।

 

রাজধানীর চিত্র : গত শনিবার রাজনৈতিক দলগুলোর সমাবেশ ঘিরে রাজধানীতে দিনভর উত্তাপ, সংঘর্ষ ও প্রাণহানির পর হরতালের ঘোষণা দেয় বিএনপি। হঠাৎ করে হরতালের ঘোষণায় জাতীয় নির্বাচনের আগে জনমনে তৈরি হয় উৎকণ্ঠা। যার বাস্তব প্রতিফলন দেখা যায় রাজপথে। বাস টার্মিনালগুলোতে ছিল না স্বাভাবিক চেহারা। হরতালে বাস চালানোর ঘোষণা থাকলেও সকালে ছাড়েনি দূরপাল্লার গাড়ি। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রতিটি এলাকার বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অফিস ও কাজের উদ্দেশ্যে বের হওয়া মানুষকে।

 

হরতালের সমর্থনে খণ্ড খণ্ড মিছিল : রাজধানীর শান্তিনগর মোড় থেকে হরতালের সমর্থনে মিছিল বের হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যমুনা ফিউচার পার্ক থেকে শুরু করে গুলশান লিংক রোড পর্যন্ত হরতালের সমর্থনে মিছিল হয়। এর নেতৃত্বে ছিলেন রিজভী। এ ছাড়া দৈনিক বাংলা মোড়ে, বাড্ডা এলাকায় ও মগবাজারে হরতালের সমর্থনে মিছিল হয়। হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন থানায় মিছিল করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরাও। এ ছাড়া বর্তমান সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো পৃথক পৃথক মিছিল করেছে।

 

নয়াপল্টনের চিত্র : গতকাল সকাল সাড়ে ৯টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, কার্যালয়ের প্রবেশ মুখে সিআইডির সদস্যরা ক্রাইম সিন লেখা টেপ দিয়ে ঘিরে রেখেছে। প্রায় দুই ঘণ্টা ধরে তারা গত শনিবারের সংঘর্ষের ঘটনায় পড়ে থাকা বিভিন্ন আলামত সংগ্রহ করেন। পাশাপাশি বিভিন্ন আলামতের স্থির ও ভিডিও চিত্র ধারণ করেন। বিএনপি কার্যালয়ের সামনে থেকে ১০ ধরনের আলামত সংগ্রহ করেছেন বলে সাংবাদিকদের জানিয়ে ক্রাইম সিন ইউনিটের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘আমরা ১০ ধরনের আলামত সংগ্রহ করেছি। এখন এগুলো ল্যাবরেটরিতে পাঠানো হবে। কেমিক্যাল ল্যাব থেকে রিপোর্ট করবে এখানে কী ধরনের বিস্ফোরক ছিল।’

 

কার্যালয়ের দুই পাশে এক স্তরের নিরাপত্তাব্যবস্থা বসিয়ে পুলিশকে পাহারা দিতে দেখা গেছে। সাঁজোয়া যান, প্রিজন ভ্যান ও পুলিশের বেশ কিছু গাড়ি দেখা যায়।

 

দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ-সহিংসতা : লালমনিরহাটে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে জাহাঙ্গীর হোসেন (৪৮) নামে শ্রমিক লীগ নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই আওয়ামী লীগ কর্মী। নিহত জাহাঙ্গীর সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় মহেন্দ্রনগর বাফার গোডাউন লোড-আনলোড শ্রমিক লীগ সাধারণ সম্পাদক এবং বেড়পাঙ্গা এলাকার আজিজার রহমানের ছেলে।

 

নাটোরে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা যুবদলের সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম আফতাবকে গুলি করেছে দুর্বৃত্তরা। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে শহরের স্টেশনবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যবসায়ীর মোটরসাইকেলে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। গত শনিবার রাত ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার গোলাকান্দাইল আধুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। কিশোরগঞ্জ শহরে ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি ভাঙচুর করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে শোলাকিয়া ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

 

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া এলাকায় চলন্ত মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় আবু সুফিয়ান (৩৪) নামে এক যাত্রীকে পিটিয়ে আহত করা হয়। গত শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

 

চট্টগ্রামের পরিস্থিতি অনেকটাই ছিল স্বাভাবিক। তবে বেলা দেড়টার দিকে নগরের এনায়েত বাজারের অদূরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। লক্ষ্মীপুরের রামগতিতে পিকেটারদের ছোড়া ইটের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ মুক্তারপুরে বিএনপি একটি মোটরসাইকেলে আগুন দেয়। রাজশাহীর বাঘায় প্রাইভেট কারে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। গতকাল দুপুর পৌনে ১২টার দিকে বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের আটঘরিয়ায় এ ঘটনা ঘটে।

 

নারায়ণগঞ্জ মহানগরীর চাষাড়ায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীর সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন বিএনপি নেতারা। এ ছাড়া জেলার আড়াইহাজারে বিএনপি-পুলিশ সংঘর্ষে বেশ কয়েকজন গুলিবিদ্ধসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। তাদের মধ্যে রয়েছেন বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।

 

সিরাজগঞ্জের এনায়েতপুরে গতকাল ভোরে থানা আওয়ামী লীগ কার্যালয়ের সাধারণ সম্পাদকের কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। কুমিল্লা নগরী ও জেলার কয়েকটি উপজেলায় পুলিশের সঙ্গে বিএনপির কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ায় পুলিশসহ আহত হয়েছেন অন্তত ৩৫ জন। এ ছাড়া হরতালবিরোধী ‘শান্তি মিছিল’ নিয়ে আসার সময় কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে নগরীর ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বিল্লাল হোসেন মারা যান।

 

মাগুরা শহরের ভায়না মোড়ে গতকাল দুপুরে একটি বাস ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বিএনপি নেতাকর্মীরা। বগুড়ায় পুলিশ এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। এর মধ্যে রয়েছে এক শিশু।

খুলনায় অনেকটা নিরুত্তাপভাবে হরতাল পালিত হয়েছে। তবে হরতাল চলাকালে দুপুরে নগরীর বৈকালিতে ১৪ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা।

 

গাজীপুরের টঙ্গীতে বিআরটিসির বাসে অগ্নিসংযোগ, জয়দেবপুর থানা এলাকায় পিকআপে আগুন এবং কালীগঞ্জে মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া জেলার কালিয়াকৈর উপজেলায় আওয়ামী লীগের ‘শান্তি মিছিলে’ বিএনপির বিরুদ্ধে হামলার অভিযোগ পাওয়া গেছে।

 

সিলেটে পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়া, গাড়ি ভাঙচুর, রিকশায় অগ্নিসংযোগসহ ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

প্রতিবেদনটিতে তথ্য দিয়েছে চট্টগ্রাম ব্যুরো, নিজস্ব প্রতিবেদক, সিলেট এবং সংশ্লিষ্ট জেলা-উপজেলার প্রতিনিধিরা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

ঈশ্বরদীতে তাপদাহে লিচুর ফলন বিপর্যয়, বেড়েছে দাম

error: Content is protected !!

বিচ্ছিন্ন পিকেটিং ঝটিকা মিছিল সংঘর্ষে বিএনপি’র হরতাল

আপডেট টাইম : ০১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
রাজধানী ঢাকাসহ দেশজুড়ে গতকাল রবিবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। এ কর্মসূচি পালনকালে দেশের বিভিন্ন জায়গায় দল দুটির নেতাকর্মীরা পুলিশ ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ান। কোথাও কোথাও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এসব সহিংসতায় তিনজন নিহত এবং অন্তত ১৫৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে রাজধানীর মোহাম্মদপুরে বিএনপির ওয়ার্ড পর্যায়ের এক নেতা এবং লালমনিরহাটে শ্রমিক লীগের এক নেতার মৃত্যু হয়েছে। হরতালের আগের দিন সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ১২ জেলায় বিএনপি-জামায়াতের ২৬০ নেতাকর্মীকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

 

এদিকে মহাসমাবেশ-হরতাল শেষে এবার আগামীকাল মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার তিন দিন দেশব্যাপী রাজপথ, রেলপথ ও নৌপথে সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি। নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি, গ্রেপ্তার, হয়রানির প্রতিবাদে গতকাল সন্ধ্যায় দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অজ্ঞাতস্থান থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

 

রিজভী বলেন, ‘চলমান বিচারহীনতা, অপশাসন, সীমাহীন দুর্নীতি, অনাচার, অর্থ পাচার ও সিন্ডিকেটবাজির ফলে দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতিতে বিপর্যস্ত জনগণের জীবন-জীবিকা রক্ষার স্বার্থে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একা দফা দাবি আদায়ের লক্ষ্যে গতকাল (শনিবার) মহাসমাবেশের আয়োজন করা হয়। সেই মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের নেতাকর্মীদের গ্রেপ্তার এবং এক দফা দাবি আদায়ের লক্ষ্যে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে।’

 

সংবাদ সম্মেলনে রিজভী গত কয়েক দিনে বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশি হামলা ও গ্রেপ্তারের চিত্র তুলে ধরে বলেন, ‘শনিবারের মহাসমাবেশের সময় থেকে আজ (গতকাল) রবিবার বিকেল পর্যন্ত রাজধানীসহ সারা দেশ থেকে ৯৬০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। এ পর্যন্ত একজন সাংবাদিকসহ চারজন মারা গেছেন। এর মধ্যে তিনজনকে পুলিশ ও সরকারি দলের সন্ত্রাসীরা হত্যা করেছে। পুলিশ ও সরকারি দলের হামলায় তিন হাজারের বেশি নেতাকর্মী আহত হয়েছেন। পাঁচ দিনে ২ হাজার ৬৪০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।’

 

সংবাদ সম্মেলনে অনলাইনে যুক্ত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ও সহ অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান।

 

হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে দীর্ঘদিন পর বিএনপি নেতৃত্বাধীন শরিক দলগুলোর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল অনেকটা শান্তিপূর্ণভাবেই পালিত হয়েছে। তবে রাজধানীতে বাসে আগুন লাগার ঘটনায় একজন শ্রমিক নিহত হয়েছেন। রাজধানী ঢাকার বেশিরভাগ সড়কে যাত্রীবাহী বাস চলাচল তেমন চোখে পড়েনি। রাস্তায় ব্যক্তিগত গাড়ির সংখ্যাও ছিল খুব কম। ছিল না চিরচেনা যানজট। অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে মোড়ে ছিল পুলিশি পাহারা। প্রধান প্রধান সড়কে টহল দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাব।

 

বিগত দিনের হরতালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নেতারা থাকলেও এবার কেউ ছিলেন না। আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য অবস্থান করছিলেন সেখানে। কার্যালয় নেতাকর্মীশূন্য থাকলেও দিনভর রাজধানীর বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড মিছিল করেছেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলনের শরিক রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরাও মিছিল করেন।

 

১১ গাড়িতে আগুন : গতকাল দুপুরে রাজধানীর পরীবাগে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সম্মেলন কক্ষে হরতাল পরিস্থিতিতে গণপরিবহনে অগ্নিসংযোগসহ সার্বিক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ বলেন, ‘হরতালে রাজধানী ও আশপাশে সাতটি গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এর মধ্যে ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনে অছিম পরিবহনের একটি, মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে স্বাধীন পরিবহনের একটি, জিপিও মোড়ে একটি, তাঁতীবাজার মোড়ে বিহঙ্গ পরিবহনের একটি, মোহাম্মদপুর টাউন হলের সামনে পরিস্থান পরিবহনের একটি এবং জিরানী বাজার এলাকায় সাভার পরিবহনের একটি এবং সেই সঙ্গে আমারও একটি বাসে আগুন দিয়েছে।’

 

রাজধানীতে দুজন নিহত : হরতাল চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। তার নাম আবদুর রশীদ (৩৮)। তিনি আদাবর থানার ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ছিলেন বলে দাবি করে বিএনপি বলেছে, আওয়ামী লীগ নেতাকর্মীরা তাকে পিটিয়ে ছাদ থেকে ফেলে হত্যা করেছেন। তবে পুলিশের দাবি, বাসে আগুন দিয়ে পথচারীদের ধাওয়ায় পালাতে ছাদে উঠেছিলেন ওই ব্যক্তি। পরে লাফিয়ে পড়ে তার মৃত্যু হয়। অন্যদিকে গত শনিবার রাত ৩টার দিকে ডেমরার পশ্চিম দেইল্লা পাকা রাস্তার ওপর একটি বাসে আগুন দেয় দুষ্কৃতকারীরা। এই আগুনে পুড়ে নাঈম চৌকিদার (২২) নামে এক যুবকের মৃত্যু হয়। তিনি অছিম পরিবহনের বাসের চালকের সহকারী (হেলপার)।

 

রাজধানীর চিত্র : গত শনিবার রাজনৈতিক দলগুলোর সমাবেশ ঘিরে রাজধানীতে দিনভর উত্তাপ, সংঘর্ষ ও প্রাণহানির পর হরতালের ঘোষণা দেয় বিএনপি। হঠাৎ করে হরতালের ঘোষণায় জাতীয় নির্বাচনের আগে জনমনে তৈরি হয় উৎকণ্ঠা। যার বাস্তব প্রতিফলন দেখা যায় রাজপথে। বাস টার্মিনালগুলোতে ছিল না স্বাভাবিক চেহারা। হরতালে বাস চালানোর ঘোষণা থাকলেও সকালে ছাড়েনি দূরপাল্লার গাড়ি। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রতিটি এলাকার বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অফিস ও কাজের উদ্দেশ্যে বের হওয়া মানুষকে।

 

হরতালের সমর্থনে খণ্ড খণ্ড মিছিল : রাজধানীর শান্তিনগর মোড় থেকে হরতালের সমর্থনে মিছিল বের হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যমুনা ফিউচার পার্ক থেকে শুরু করে গুলশান লিংক রোড পর্যন্ত হরতালের সমর্থনে মিছিল হয়। এর নেতৃত্বে ছিলেন রিজভী। এ ছাড়া দৈনিক বাংলা মোড়ে, বাড্ডা এলাকায় ও মগবাজারে হরতালের সমর্থনে মিছিল হয়। হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন থানায় মিছিল করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরাও। এ ছাড়া বর্তমান সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো পৃথক পৃথক মিছিল করেছে।

 

নয়াপল্টনের চিত্র : গতকাল সকাল সাড়ে ৯টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, কার্যালয়ের প্রবেশ মুখে সিআইডির সদস্যরা ক্রাইম সিন লেখা টেপ দিয়ে ঘিরে রেখেছে। প্রায় দুই ঘণ্টা ধরে তারা গত শনিবারের সংঘর্ষের ঘটনায় পড়ে থাকা বিভিন্ন আলামত সংগ্রহ করেন। পাশাপাশি বিভিন্ন আলামতের স্থির ও ভিডিও চিত্র ধারণ করেন। বিএনপি কার্যালয়ের সামনে থেকে ১০ ধরনের আলামত সংগ্রহ করেছেন বলে সাংবাদিকদের জানিয়ে ক্রাইম সিন ইউনিটের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘আমরা ১০ ধরনের আলামত সংগ্রহ করেছি। এখন এগুলো ল্যাবরেটরিতে পাঠানো হবে। কেমিক্যাল ল্যাব থেকে রিপোর্ট করবে এখানে কী ধরনের বিস্ফোরক ছিল।’

 

কার্যালয়ের দুই পাশে এক স্তরের নিরাপত্তাব্যবস্থা বসিয়ে পুলিশকে পাহারা দিতে দেখা গেছে। সাঁজোয়া যান, প্রিজন ভ্যান ও পুলিশের বেশ কিছু গাড়ি দেখা যায়।

 

দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ-সহিংসতা : লালমনিরহাটে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে জাহাঙ্গীর হোসেন (৪৮) নামে শ্রমিক লীগ নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই আওয়ামী লীগ কর্মী। নিহত জাহাঙ্গীর সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় মহেন্দ্রনগর বাফার গোডাউন লোড-আনলোড শ্রমিক লীগ সাধারণ সম্পাদক এবং বেড়পাঙ্গা এলাকার আজিজার রহমানের ছেলে।

 

নাটোরে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা যুবদলের সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম আফতাবকে গুলি করেছে দুর্বৃত্তরা। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে শহরের স্টেশনবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যবসায়ীর মোটরসাইকেলে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। গত শনিবার রাত ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার গোলাকান্দাইল আধুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। কিশোরগঞ্জ শহরে ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি ভাঙচুর করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে শোলাকিয়া ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

 

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া এলাকায় চলন্ত মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় আবু সুফিয়ান (৩৪) নামে এক যাত্রীকে পিটিয়ে আহত করা হয়। গত শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

 

চট্টগ্রামের পরিস্থিতি অনেকটাই ছিল স্বাভাবিক। তবে বেলা দেড়টার দিকে নগরের এনায়েত বাজারের অদূরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। লক্ষ্মীপুরের রামগতিতে পিকেটারদের ছোড়া ইটের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ মুক্তারপুরে বিএনপি একটি মোটরসাইকেলে আগুন দেয়। রাজশাহীর বাঘায় প্রাইভেট কারে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। গতকাল দুপুর পৌনে ১২টার দিকে বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের আটঘরিয়ায় এ ঘটনা ঘটে।

 

নারায়ণগঞ্জ মহানগরীর চাষাড়ায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীর সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন বিএনপি নেতারা। এ ছাড়া জেলার আড়াইহাজারে বিএনপি-পুলিশ সংঘর্ষে বেশ কয়েকজন গুলিবিদ্ধসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। তাদের মধ্যে রয়েছেন বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।

 

সিরাজগঞ্জের এনায়েতপুরে গতকাল ভোরে থানা আওয়ামী লীগ কার্যালয়ের সাধারণ সম্পাদকের কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। কুমিল্লা নগরী ও জেলার কয়েকটি উপজেলায় পুলিশের সঙ্গে বিএনপির কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ায় পুলিশসহ আহত হয়েছেন অন্তত ৩৫ জন। এ ছাড়া হরতালবিরোধী ‘শান্তি মিছিল’ নিয়ে আসার সময় কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে নগরীর ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বিল্লাল হোসেন মারা যান।

 

মাগুরা শহরের ভায়না মোড়ে গতকাল দুপুরে একটি বাস ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বিএনপি নেতাকর্মীরা। বগুড়ায় পুলিশ এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। এর মধ্যে রয়েছে এক শিশু।

খুলনায় অনেকটা নিরুত্তাপভাবে হরতাল পালিত হয়েছে। তবে হরতাল চলাকালে দুপুরে নগরীর বৈকালিতে ১৪ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা।

 

গাজীপুরের টঙ্গীতে বিআরটিসির বাসে অগ্নিসংযোগ, জয়দেবপুর থানা এলাকায় পিকআপে আগুন এবং কালীগঞ্জে মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া জেলার কালিয়াকৈর উপজেলায় আওয়ামী লীগের ‘শান্তি মিছিলে’ বিএনপির বিরুদ্ধে হামলার অভিযোগ পাওয়া গেছে।

 

সিলেটে পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়া, গাড়ি ভাঙচুর, রিকশায় অগ্নিসংযোগসহ ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

প্রতিবেদনটিতে তথ্য দিয়েছে চট্টগ্রাম ব্যুরো, নিজস্ব প্রতিবেদক, সিলেট এবং সংশ্লিষ্ট জেলা-উপজেলার প্রতিনিধিরা।