কুষ্টিয়ার খোকসায় বিএনপি জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য অগ্নি সংযোগের বিরুদ্ধে র্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে খোকসা বাসস্ট্যান্ডে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবুল আখতার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, খোকসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক, জয়ন্তীহাজরা ইউপি চেয়ারম্যান শকিব খান টিপু, আমবাড়িয়া ইউপি চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম বাবলু, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্নসাধারণ সম্পাদক জিল্লুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রাজা প্রমুখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীগণ।
এসময় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বাবুল আখতার বলেন বিএনপি জামাতের যেভাবে দেশে নৈরাজ্য, সন্ত্রাস ও অগ্নিসংযোগ করে অরাজকতা সৃষ্টি করেছে, এদের বিরুদ্ধে দলীয় নেতা কর্মীদের প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান । তিনি বলেন আগামীতে বিএনপি জামাতের বিরুদ্ধে অবস্থান নিয়ে নৌকার পক্ষে সমর্থন জানিয়ে সবাইকে এগিয়ে সহায় আহব্বান জানান।
প্রিন্ট