রাজবাড়ী ২ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম বলেছেন, বিএনপি কোন উন্নয়ন করে নাই। তাই বিএনপিকে ভোট দেওয়া যাবে না। এ দেশের উন্নয়ন করেছে প্রধান মন্ত্রী শেখ হাসিনা। তিনি বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছে, ১০ টাকা কেজি দরে চাউল দিয়েছেন, প্রতিবন্ধি ভাতা, বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা, টিসিবি কার্ড সুবিধা দিয়েছেন। তিনি শনিবার বিকেলে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের উপকারভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।
রামদিয়া বেনিমাধব বিপিন চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মদ আলী।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী সহ সভাপতি ফকরুজ্জামান মুকুট, বালিয়াকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম, এ হান্নান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক এহসানুল হাকিম সাধন, ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বশির আহম্মেদ মিনু প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রিন্ট