ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

বিয়ে না হয়েও কিশোরী সিনথিয়া কন্যা সন্তানের জননী

-ছবিঃ প্রতীকী।

মাগুরা শ্রীপুর উপজেলার শ্রীপুর ইউনিয়নের মশেখোলা গ্রামের আজিজুল খলিফার কন্যা কিশোরী সিনথি খাতুন (১৬) এখন এক কন্যা সন্তানের জননী।

 

স্থানীয় সুত্রে জানা যায়, গত বছর ২০২২ সালের আশ্বিন মাসে শ্রীপুর ইউনিয়নের খড়িবাড়িয়া গ্রামের রেজাউল মুন্সির পুত্র সাব্বির মুন্সি (১৭) তার সহযোগী ৭-৮ জন মিলে জোরপূর্বক সিনথি খাতুনকে অনুমান ৯ টার সময় রাতে বাড়ি থেকে তুলে নিয়ে সিনথিয়ার বাড়ির পাশে মেহগনি বাগানে ধর্ষণ করে সাব্বির মুন্সি।

 

এরপর পারিবারিক ভয়ে বিষয়টি পরিবারের কাউকে না জানিয়েই দিন মাস পেরিয়ে শারিরিক পরিবর্তন আসে সিনথিয়ার ।

 

প্রকৃতির নিয়মে ২০২৩ সালের মে মাসে এক কন্যা সন্তানের জন্ম দেয় সিনথিয়া । এখন সেই বাচ্চা কন্যা সামিয়ার বয়স ৫ মাস। বাচ্চার দায় বা সিনথিয়ার ভরন-পোষণ নিতে নারাজ সাব্বির মুন্সি। বাচ্চার পিতৃ পরিচয়ের দাবীতে দ্বারে দ্বারে ঘুরছে সিনথিয়া।

 

সিনথির মা ইছামতী বেগম জানান, আমার অবুঝ মেয়ে ও বাচ্চার ভবিষ্যত কি হবে; তা ভেবে ভেবে ঘুম হারাম হয়ে গেছে। সাব্বির মুন্সি এখন আমার মেয়েকে বিয়ে করবে না এবং সন্তানের ভরণপোষণ নিবে না। আমি বিষয়টি সমাজের সুশীল শ্রেণির মানুষের উপর বিচারের ভার দিলাম। এই বাচ্চা ও কন্যা নিয়ে সমস্যার মধ্যে দিন যাপন করছি।

ইছামতী বেগম আরও জানান, খড়িবাড়িয়ার সাবেক মেম্বার মতিনের কাছে জানানো হলে সে কোন ব্যবস্থা নেইনি ও কোন কথা বলে নাই।

 

শ্রীপুর থানার ওসিকে গত ১৫ দিন পূর্বে ঘটনাটি জানানো হলে তিনি বলেন ১০ দিন পরে সিনথির মামলা নিবো । কিন্তু আবারও ১০ দিন পরে গেলে তিনি জানান মাগুরা কোর্টে মামলা করেন।

 

 

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় জানান,  এ ঘটনার বিষয়ে আমার কিছুই জানা নেই।   এ রকম ঘটনা ঘটে থাকলে ভুক্তভোগীকে মাগুরা  কোর্টে মামলা করার পরামর্শ দেন।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

বিয়ে না হয়েও কিশোরী সিনথিয়া কন্যা সন্তানের জননী

আপডেট টাইম : ০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩
ফারুক আহমেদ, স্টাফ রিপোর্টার :

মাগুরা শ্রীপুর উপজেলার শ্রীপুর ইউনিয়নের মশেখোলা গ্রামের আজিজুল খলিফার কন্যা কিশোরী সিনথি খাতুন (১৬) এখন এক কন্যা সন্তানের জননী।

 

স্থানীয় সুত্রে জানা যায়, গত বছর ২০২২ সালের আশ্বিন মাসে শ্রীপুর ইউনিয়নের খড়িবাড়িয়া গ্রামের রেজাউল মুন্সির পুত্র সাব্বির মুন্সি (১৭) তার সহযোগী ৭-৮ জন মিলে জোরপূর্বক সিনথি খাতুনকে অনুমান ৯ টার সময় রাতে বাড়ি থেকে তুলে নিয়ে সিনথিয়ার বাড়ির পাশে মেহগনি বাগানে ধর্ষণ করে সাব্বির মুন্সি।

 

এরপর পারিবারিক ভয়ে বিষয়টি পরিবারের কাউকে না জানিয়েই দিন মাস পেরিয়ে শারিরিক পরিবর্তন আসে সিনথিয়ার ।

 

প্রকৃতির নিয়মে ২০২৩ সালের মে মাসে এক কন্যা সন্তানের জন্ম দেয় সিনথিয়া । এখন সেই বাচ্চা কন্যা সামিয়ার বয়স ৫ মাস। বাচ্চার দায় বা সিনথিয়ার ভরন-পোষণ নিতে নারাজ সাব্বির মুন্সি। বাচ্চার পিতৃ পরিচয়ের দাবীতে দ্বারে দ্বারে ঘুরছে সিনথিয়া।

 

সিনথির মা ইছামতী বেগম জানান, আমার অবুঝ মেয়ে ও বাচ্চার ভবিষ্যত কি হবে; তা ভেবে ভেবে ঘুম হারাম হয়ে গেছে। সাব্বির মুন্সি এখন আমার মেয়েকে বিয়ে করবে না এবং সন্তানের ভরণপোষণ নিবে না। আমি বিষয়টি সমাজের সুশীল শ্রেণির মানুষের উপর বিচারের ভার দিলাম। এই বাচ্চা ও কন্যা নিয়ে সমস্যার মধ্যে দিন যাপন করছি।

ইছামতী বেগম আরও জানান, খড়িবাড়িয়ার সাবেক মেম্বার মতিনের কাছে জানানো হলে সে কোন ব্যবস্থা নেইনি ও কোন কথা বলে নাই।

 

শ্রীপুর থানার ওসিকে গত ১৫ দিন পূর্বে ঘটনাটি জানানো হলে তিনি বলেন ১০ দিন পরে সিনথির মামলা নিবো । কিন্তু আবারও ১০ দিন পরে গেলে তিনি জানান মাগুরা কোর্টে মামলা করেন।

 

 

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় জানান,  এ ঘটনার বিষয়ে আমার কিছুই জানা নেই।   এ রকম ঘটনা ঘটে থাকলে ভুক্তভোগীকে মাগুরা  কোর্টে মামলা করার পরামর্শ দেন।


প্রিন্ট