কুষ্টিয়ার খোকসায় “ধর্ম যার যার, রাষ্ট্র সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে খোকসা কালীবাড়ি কেন্দ্রীয় মন্দির চত্বরে মত বিনিময় সভা অনুষ্ঠিত। শনিবার দুপুরে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭৮ কুষ্টিয়া-৪ খোকসা-কুমারখালী সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাব জজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার।
উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা,থানা অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ, অ্যাডভোকেট জয়দেব বিশ্বাস, অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুধাংশু বিশ্বাস মাধব,পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ মালাকার, জ্যোতির্ময় পাল মনি, খোকসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক, জয়ন্তীহাজরা ইউপি চেয়ারম্যান শকিব খান টিপু প্রমুখ।
মত বিনিময় সভায় সভাপতিত্ব করবেন প্রতাপ আদিত্য সিং আরও উপস্থিত ছিলেন উপজেলা ৬৪টি পূজা মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, সাংবাদিক ও সুধীগণ। বক্তাগণ আসন্ন হিন্দু সম্প্রদায় সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসব সুন্দর ও শান্তি শৃঙ্খলা ভাবে পালনের জন্য সব ধরনের প্রস্তুতির নেওয়া হয়েছে বলে সভায় জানানো হয়।
প্রত্যেক পূজা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে আর্থিক অনুদান তুলে দেন প্রধান অতিথি সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাব জজ আর্থিক সহযোগিতা প্রদান করেন।
প্রিন্ট