কুষ্টিয়ার খোকসায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভোটকেন্দ্র ও পূজা মন্ডপের নিরাপত্তায় আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যাদের বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা আনসার ভিডিপি অফিস চত্বরে উপজেলা আনসার অফিসের আয়োজনে বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।
আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তী হালদার,ওসি তদন্ত গৌতম ঠাকুর, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, উপজেলা প্রকল্প কর্মকর্তা মিলন চাকমা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা তামান্না ইয়াছমিন , খোকসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, জয়ন্তীহাজরা ইউপি চেয়ারম্যান সকিব খান টিপু, আমবাড়িয়া ইউপি চেয়ারম্যান আকমল হোসেন প্রমুখ।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পূজা মন্ডপে নিরাপত্তা বিধানে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনার জন্য উপজেলা আনসার ভিডিপি অফিস কর্তৃক এই বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ নির্বাচন ও পূজা মন্ডপে নিরাপত্তা বিধানে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনার জন্য ৮৭৬ জন আনছার ও ভিডিপি সদস্যকে বাছাই করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস বলেন দেশ ও জাতির স্বার্থে আপনারা নিবেদিতভাবে কাজ করবেন কোন জায়গায় যেন কোন অপিতিকর ঘটনা না ঘটে সেদিকে সর্বদা খেয়াল রাখবেন, কারণ আগামী জাতীয় সংসদকে সামনে রেখে কিছু চক্র এলাকার অশান্তি সৃষ্টি করতে পারে এ ব্যাপারে তিনি সহযোগিতা কামনা করেন।
প্রিন্ট