ঢাকা , সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল Logo সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা Logo আলফাডাঙ্গায় শিক্ষকদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ করলেন জেলা প্রশাসক Logo মুকসুদপুর উপজেলা পরিষদের ক্রীড়া সামগ্রী বিতরণ Logo ভূরুঙ্গামারীতে নাশকতা বিরোধী বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা গ্রেফতার Logo রাজবাড়ীতে বজ্রপাতে কৃষক নিহত Logo সদরপুরে গভীর রাতে গোয়াল ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি গরু পুড়ে ছাই Logo ভাসানচর দখলের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন Logo খ্রিস্টান ধর্মালম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক Logo সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

প্যারিস ফ্যাশন সপ্তাহে শোস্টপার হয়ে হাঁটলেন টিফা

ফ্রান্সের রাজধানী প্যারিসের কোল ঘেষা সেন নদীর তীরে শুরু হয়েছে সারা বিশ্বের সুন্দরীদের মিলনকেন্দ্র, ‘প্যারিস ফ্যাশন উইক-২০২৩ ’-এর আসর। এ আসরে অংশগ্রহন করেন বাংলাদেশের মেয়ে ‘মিস গ্র্যান্ড বাংলাদেশ ২০২২’ বিজয়ী তৌহিদা তাসনিম তিফা।

 

ঘোষনা অনুযায়ী তিফা দুবাইয়ের ক্রিস্টালিন অ্যানের ডিজাইন করা পোশাক পরে প্যারিসের লে সেলুন দে মিরোইরস ভেন্যুতে ক্যাটওয়াক করেন। গত বছর এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ বিজয়ী তানজিয়া মিথিলা।

 

প্যারিস ফ্যাশন উইকের মতো বিখ্যাত ইভেন্টে অংশ নিতে পেরে উচ্ছাস প্রকাশ করে মডেল তিফা বলেন “প্যারিস ফ্যাশন সপ্তাহে যোগ দেওয়ার সুযোগ আমি সত্যিই খুব খুশি। কারণ, সারা পৃথিবীর মডেলদের স্বপ্ন থাকে প্যারিস ফ্যাশন উইক, মিলান ফ্যাশন উইক, নিউইয়র্ক ফ্যাশন উইকের মতো বিখ্যাত আসরে অংশ নেওয়ার। আমি একজন বাংলাদেশি হয়ে এত বড় অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পেয়েছি। এটি আমার এবং আমার দেশের জন্য অনেক বড় সম্মানের ও গর্বের’।

 

এ আয়োজনে অংশ নিয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা প্রখ্যাত সব মডেল। তিফা মনে করেন তাঁদের কাছ থেকে অনেক কিছুই শেখার আছে। তিফা বলেন, ‘পৃথিবীর বহু দেশ থেকে নামীদামি মডেল ও ডিজাইনার এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

 

উল্লেখ্য, গাজীপুরের জয়দেবপুরের মেয়ে তিফা। আইনজীবী মা তিফাকেও আইন বিষয়ে স্নাতক শেষ করিয়েছেন। ছোটবেলায় মায়ের কাছে শিখেছেন গান, ওস্তাদের কাছে নাচ। দক্ষতা রয়েছে উপস্থিত বক্তৃতা ও অভিনয়েও। আর এসব আয়ত্ব করতে মা-বাবার উৎসাহই ছিল তার বড় শক্তি। ছোট পর্দায় অভিনয়ও করেছেন তিফা। এছাড়াও স্বপ্ন ছিল, নিজের নামের সাথে একটি উপাধি যুক্ত হবে কোনো একদিন আর সেভাবেই নিজেকে তৈরি করে আসছিলেন।

 

 

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’-তে অংশ নিয়ে তৃতীয় রানার্স আপ হয়ে নতুন মাত্রায় যাত্রা শুরু তিফার। এরপর ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’-এ অংশ নিয়ে হলেন শীর্ষ ১০-এর একজন। সেখানে তিফাকে আলাদাভাবে ‘মিস ট্যালেন্টেড ২০২০’ ঘোষনা করা হয়।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

error: Content is protected !!

প্যারিস ফ্যাশন সপ্তাহে শোস্টপার হয়ে হাঁটলেন টিফা

আপডেট টাইম : ০৫:২৫ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩
কমরেড খোন্দকার, ইউরোপ ব্যুরো প্রধান :

ফ্রান্সের রাজধানী প্যারিসের কোল ঘেষা সেন নদীর তীরে শুরু হয়েছে সারা বিশ্বের সুন্দরীদের মিলনকেন্দ্র, ‘প্যারিস ফ্যাশন উইক-২০২৩ ’-এর আসর। এ আসরে অংশগ্রহন করেন বাংলাদেশের মেয়ে ‘মিস গ্র্যান্ড বাংলাদেশ ২০২২’ বিজয়ী তৌহিদা তাসনিম তিফা।

 

ঘোষনা অনুযায়ী তিফা দুবাইয়ের ক্রিস্টালিন অ্যানের ডিজাইন করা পোশাক পরে প্যারিসের লে সেলুন দে মিরোইরস ভেন্যুতে ক্যাটওয়াক করেন। গত বছর এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ বিজয়ী তানজিয়া মিথিলা।

 

প্যারিস ফ্যাশন উইকের মতো বিখ্যাত ইভেন্টে অংশ নিতে পেরে উচ্ছাস প্রকাশ করে মডেল তিফা বলেন “প্যারিস ফ্যাশন সপ্তাহে যোগ দেওয়ার সুযোগ আমি সত্যিই খুব খুশি। কারণ, সারা পৃথিবীর মডেলদের স্বপ্ন থাকে প্যারিস ফ্যাশন উইক, মিলান ফ্যাশন উইক, নিউইয়র্ক ফ্যাশন উইকের মতো বিখ্যাত আসরে অংশ নেওয়ার। আমি একজন বাংলাদেশি হয়ে এত বড় অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পেয়েছি। এটি আমার এবং আমার দেশের জন্য অনেক বড় সম্মানের ও গর্বের’।

 

এ আয়োজনে অংশ নিয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা প্রখ্যাত সব মডেল। তিফা মনে করেন তাঁদের কাছ থেকে অনেক কিছুই শেখার আছে। তিফা বলেন, ‘পৃথিবীর বহু দেশ থেকে নামীদামি মডেল ও ডিজাইনার এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

 

উল্লেখ্য, গাজীপুরের জয়দেবপুরের মেয়ে তিফা। আইনজীবী মা তিফাকেও আইন বিষয়ে স্নাতক শেষ করিয়েছেন। ছোটবেলায় মায়ের কাছে শিখেছেন গান, ওস্তাদের কাছে নাচ। দক্ষতা রয়েছে উপস্থিত বক্তৃতা ও অভিনয়েও। আর এসব আয়ত্ব করতে মা-বাবার উৎসাহই ছিল তার বড় শক্তি। ছোট পর্দায় অভিনয়ও করেছেন তিফা। এছাড়াও স্বপ্ন ছিল, নিজের নামের সাথে একটি উপাধি যুক্ত হবে কোনো একদিন আর সেভাবেই নিজেকে তৈরি করে আসছিলেন।

 

 

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’-তে অংশ নিয়ে তৃতীয় রানার্স আপ হয়ে নতুন মাত্রায় যাত্রা শুরু তিফার। এরপর ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’-এ অংশ নিয়ে হলেন শীর্ষ ১০-এর একজন। সেখানে তিফাকে আলাদাভাবে ‘মিস ট্যালেন্টেড ২০২০’ ঘোষনা করা হয়।


প্রিন্ট