ফরিদপুরে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (সার্বিক) ইয়াসিন কবিরের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ শাহজাহান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাহমুদা খানম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে আন্তর্জাতিক কন্যা শিশু দিবসে কন্যা শিশুদের অধিকার ও প্রাপ্যতা নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রিন্ট