রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাবুপাড়া ইউপির ভট্টাচার্য পাড়া গ্রামে বুধবার (২৭ সেপ্টেম্বর) রাতে মুখোশ পরিহিত দুর্বৃত্তদের কবলে পড়েন মাজেদ প্রামানিক (৬৫) নামের এক কৃষক।
জানা যায়, বুধবার রাতে ভট্টাচার্য পাড়া বায়তুল ফালাহ জামে মসজিদ থেকে ঈশার নামাজ পড়ে নিজ বাড়িতে ফেরার পথে বাড়ির অদূরে দুর্বৃত্তের কবলে পড়েন তিনি।
দুর্বৃত্তরা গামছা ও কসটেপ দিয়ে তাকে হত্যার প্রচেষ্টা চালায়। ঘটনার সময় মাজেদ প্রামানিকের শোর-চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে গেলে দুর্বৃত্তরা মাজেদ প্রামানিকের নিকট থেকে দুটি মোবাইল ফোন সেট ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে ঘটনার নেপথ্য জানা যায়নি।
মাজেদ প্রামানিক জানান, গ্রামে কারো সাথে তার কোন বিরোধ নেই। ঘটনার আকস্মিকতায় তিনি ও তার পরিবারের লোকজন আতঙ্কের মধ্যে রয়েছে।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত মাজেদ প্রামানিক বাদী হয়ে বৃহস্পতিবার (২৮) সেপ্টেম্বর অজ্ঞাত আসামী করে পাংশা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা জানান, ঘটনার আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানায়, রাস্তার শেষ প্রান্তে মাজেদ প্রামানিকের বাড়ী। শোর-চিৎকার শুনে তারা মাজেদ প্রামানিকের বাড়িতে যায় এবং ঘটনার বিষয়ে জানেন। বেশ কিছুদিন আগে ভট্টাচার্য পাড়া গ্রামে দোকান ঘর ও বাড়িতে চুরির ঘটনা ঘটে বলেও তারা জানান।
প্রিন্ট