ফরিদপুরের বোয়ালমারীতে স্থানীয় সরকার দিবস পালন করা হয়। তিন দিন ধরে এ দিবসের কার্যক্রম উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে উদযাপন করা হয়।
তিনদিন ব্যাপী স্থানীয় সরকার দিবসের কার্যক্রম মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হল রুমে শেষ হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান রেখা পারভীন প্রমুখ।
- আরও পড়ুনঃ ফরিদপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালন
তিনদিন ব্যাপী স্থানীয় সরকার দিবসে উন্নয়ন মেলা, প্রদর্শনী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বোয়ালমারী ইউনিয়ন পরিষদ দ্বিতীয় হওয়ায় অত্র ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হক শেখ ও পরিসদের সচিব তরুন সরকারের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়। ইউনিয়ন পর্যায় তৃতীয় স্থান অধিকার করায় গুনবহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. সিরাজুল ইসলাম ও পরিষদের সচিব বিলাল হুসাইন হানজালার হাতে ক্রেস্ট তুলে দেন।
প্রিন্ট