ফরিদপুর জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাবে সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ফরিদপুর জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উক্ত কর্মসূচি পালন করা হয়।
মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সৈকত হাসান এর সভাপতিত্বে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, দেলোয়ার হোসেন দিলা, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমটি আক্তার টুটুল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার ফজলুল ইসলাম টুলু, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মোজাম্মেল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।।
পরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
প্রিন্ট