করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মাদ আলী শনিবার ১০এপ্রিল দুপুরে পাংশা বাজার পরিদর্শন করেছেন।
এ সময় পাংশা মাছবাজারে জাটকা ইলিশ বিক্রির দায়ে ২জন মাছ বিক্রেতাকে ৪হাজার ৫শত টাকা, এছাড়া মুখে মাস্ক ব্যবহার না করা এবং ফুটপাথে দোকান বসানোর দায়ে মোট ১৬ জনের ১৬ হাজার ২ শত টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
জানা যায় পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আলী শনিবার দুপুর ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত পাংশা মাছবাজার, কাঁচাবাজার, স্টেশনবাজারসহ বিভিন্ন বাজার পরিদর্শন করেন।
স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদানসহ লোকজনের মাঝে মাস্ক বিতরণ করেন তিনি। মাছবাজারে জাটকা বিক্রির দায়ে দু’জনকে জরিমানা করেন।
এ সময় পাংশা উপজেলা মৎস্য অফিসার সাঈদ আহমেদ, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাহরিয়ার, পাংশা মডেল থানার এএসআই আব্দুর রহিমসহ সঙ্গীয় পুলিশ ও পেশকার মকসেদ আলী প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রিন্ট