পাবনা সদর উপজেলার ফলিয়ায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেলে আরোহী রবিউল ইসলাম (৩৩) নিহত হয়েছেন। শনিবার বিকেলে টেবুনিয়া-চাটমোহর সড়কের মালিগাছা ইউনিয়নের ফলিয়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহত রবিউল জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের গোলজার হোসেনের ছেলে।
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ নাসিম আহম্মেদ জানান, নিহত রবিউল ইসলাম পাবনা থেকে মোটরসাইকেল করে চাটমোহর ফেরার পথে ফলিয়া নামক স্থলে পৌছালে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি জানান, পরিবারের অভিযোগ না থাকায় নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। চালক পালিয়ে যাওয়ায় অটোরিকশাটি জব্দ করে থানায় নেয়া হয়েছে।
প্রিন্ট