রাজশাহীর বাঘায় আওয়ামীলীগের পৃথক দুটি সংগঠনের ব্যানারে একই দিনে একই সময়ে পৃথক দুটি স্থানে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলা মহিলা আওয়ামী লীগ ও উপজেলা যুবলীগের ব্যনারে এই অনুষ্ঠান হবে বলে জানা গেছে। এ বিষয়ে দিনভর মাইকিং করে প্রচার-প্রচারণা চালিয়েছে সংগঠন দুটি।
আজ বৃহস্পতিবার (৩১ আগষ্ট) বিকাল ৩টায় বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা মহিলা আওয়ামী লীগের ব্যানারে আর শাহদৌলা সরকারি কলেজ মাঠে উপজেলা যুবলীগের ব্যনারে শোক সভার এ আয়োজন করা হয়েছে। দু’টি স্থানের দুরত্ব মাপা হলে ৫০০ গজের কিছু কম বা বেশি হতে পারে।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতা ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও ভাইস চেয়ারম্যান(পুরুষ) মোকাদ্দেস আলী।
একই দিনে একই সময়ে পৃথক দুটি স্থানে শোকসভার আয়োজনের বিষয় জানতে চাইলে বিষয়টি স্পষ্ট করেননি তারা। তবে নাম প্রকাশ না করার শর্তে দলীয় নেতা-কর্মীদের মাধ্যমে জানা গেছে,আ’লীগে পুরোনো রোগ বাসা বেঁধেছে ।
বাঘা থানার ওসি খায়রুল ইসলাম বলেন,শোক দিবসের অনুষ্টানের বিষয়টি আমাকে অবগত করেছেন তারা।
প্রিন্ট