ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা মৎস্য দপ্তরের অভিযানে অবৈধ জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা রমণী কুমার মিস্ত্রী ও পুলিশ সদস্যরা। অভিযান চালিয়ে এসময় বের জাল ১০টা,কারেন্ট জাল ৫টা এবং অন্যান্য জাল ২০টা জব্দ করে।মৎস্য অফিসের হিসাবে যার আনুমানিক মূল্য ৩ লক্ষ ৫০ হাজার টাকা। পরে জব্দ করা জাল উপজেলা মৎস্য অফিসের সামনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার(১৭আগস্ট) সকালে এ অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, উপজেলার দপদপিয়া,শিমুলতলা ও সিদ্ধকাঠি সহ আরো বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।
উপজেলা মৎস্য কর্মকর্তা রমনী কুমার মিস্ত্রি জানান, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে মৎস্য অফিসের সামনে জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। এবং এসব অবৈধ জাল মাছের রেনু পোনা ধবংস করে মাছের উৎপাদন বৃদ্ধি কমিয়ে দিচ্ছে। দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধিতে এসব জাল ব্যবহারে বন্ধ করতে এ অভিযান অব্যাহত থাকবে।
প্রিন্ট