চরচেঙ্গা মাদ্রাসার দাখিল ২০০৬ আলিম ২০০৮ ব্যাচের প্রাক্তন ছাত্র ছাত্রীদের উদ্যোগে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান এবং পরলোকগত ছাত্রছাত্রী শিক্ষকমন্ডলীর উদ্দেশ্যে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ আগষ্ট) সকালে হাতিয়া উপজেলার ঐতিহ্যবাহী চরচেঙ্গার ইসলামীয়া ফাজিল মাদ্রাসা হলরুমে অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আশিকুর রহমান জোবায়ের এর সভাপতিত্বে উক্ত সম্মাননা স্মারক প্রদান ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অত্র মাদ্রাসার ২০০৬-০৮ ব্যাচের কৃতি ছাত্রী শাহেদা বেগমের মৃত্যুতে মরহুমার সহপাঠিদের আয়োজনে পরলোকগত সকল ছাত্রছাত্রী শিক্ষক-কর্মচারীদের উদ্দেশ্যে দোয়া পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ইয়াসিন আরাফাত।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জালাল আহমেদ, সাবেক উপাধ্যক্ষ মাওলানা সাইফুল্যাহ, হাতিয়া দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এ.এম.ইউ ইদ্রিস, হাদীয় ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোসলেহ উদ্দিন, আফাজিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হোসেন, এমসিএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রতন, মাইজদি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদ উল্যা, হাতিয়া ইসলামী ফাউন্ডেশন কর্মকর্তা মো. আমির হামজা প্রমূখ।
অনুষ্ঠানে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সহকারি অধ্যাপক (রাষ্ট্রবিজ্ঞান) মো. শাহাবউদ্দিন, সহকারি অধ্যাপক (বাংলা) মো. ইব্রাহীম, মাওলানা নুরউদ্দিন, প্রভাষক গ্রন্থাগার, এমসিএস উচ্চ বিদ্যালয়ের সহঃ শিক্ষক মাওঃ মোঃ নজিব উল্যাহ প্রমূখ।
- আরও পড়ুনঃ ইয়েমেনে জাতিসংঘ কর্মকর্তা অপহরণ!
পরে মাদ্রাসার ২০০৬-০৮ ব্যাচের প্রাক্তন ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা জালাল আহমেদ, মাওলানা সাইফুল্যাহ, মাওলানা আজহারুল ইসলাম, মোহাম¥দ কামাল উদ্দিনকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। সবশেষে দোয়া পরিচালনা করেন মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক মাওলা আজহারুল ইসলাম। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন আরবি প্রভাষক বেলাল উদ্দিন।
প্রিন্ট