শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা যুব উন্নয়ন অফিসার মকবুল হোসেন। সার্বিক কার্যক্রমের ২০২২-২৩ অর্থবছরে দাপ্তরিক কাজ সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পাদন করায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় কুড়িগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক রোববার বিকালে যুব উন্নয়ন অধিদপ্তর ভবনে উপ-পরিচালকের কার্যালয়ে তাকে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার হিসেবে তার হাতে শুদ্ধাচার সম্মাননা স্মারক তুলে দেন উপ-পরিচালক আলী আর রেজা।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কুমার দাস, আব্দুল হালিম, যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর এনামুল হকসহ সকল উপজেলা যুব উন্নয়ন অফিসারগণ।
এ বিষয়ে উপজেলা যুব উন্নয়ন অফিসার মকবুল হোসেন বলেন, এই পুরস্কার আমার নাগেশ্বরী উপজেলার সকল যুবকদের অর্জন। এই পুরস্কার আমার কাজকে আরও গতিশীল করেবে। আমাকে কাজে দায়িত্বশীল করবে। আমি যাতে উপজেলার সকল যুবক ও যুব মহিলাদেরকে আত্মকর্মসংস্থানসহ তাদেরকে স্বাবলম্বী করতে কাজ করতে পারি সে ব্যাপারে সকলের সহযোগিতা আমার কাম্য।
প্রিন্ট