রাজবাড়ীর কালুখালী উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক প্রচারাভিযান শুরু হয়েছে। উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রচারাভিযানের আয়োজন করে।
এ উপলক্ষে সোমবার সকালে বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ সজিব।
র্যালীতে সহকারী কমিশনার (ভূমি) মেহেরুন্নাহার, কালুখালী থানার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার, মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সুপ্রিয়া রানী বিশ্বাস, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো: মুনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রিন্ট