ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নারী দালাল হেলেনা আক্তার কে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় ‌জনতা Logo দৌলতপুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই গুরুতর জখম Logo বাঘায় শয়নকক্ষ থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo সদরপুরে সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জনমনে স্বস্তি Logo নাটোরে খ্রিস্টান ধর্মপল্লীগুলোতে ইস্টার সানডে পালিত Logo ছয় দফা দাবি আদায়ে ফরিদপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীদের মহাসমাবেশ অনুষ্ঠিত  Logo রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভায় মহিলা লীগ নেত্রী, দিলেন বক্তব্যও Logo মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন রোগী কর্তৃক অগ্নিসংযোগ ও অফিসের আসবাবপত্র ভাংচুর Logo সদরপুরে হেরোইনসহ যুবক আটক Logo নাটোরের বড়াইগ্রামে শয়নকক্ষ থেকে যুবদল নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

আমতলীতে অলৌকিক’ আগুন, আতঙ্কে গ্রামবাসী

আগুনে পুড়ে  যাওয়ার ভয়ে বাড়ীর লোকজনের ব্যবহার্য কাপড় চোপড়  ও মালামাল অন্যর  বাড়িতে রেখে এসেছেন  হারুন প্যাদা । আতঙ্ক ঘরবাড়িতে যেকোনও সময় আগুন লেগে সব পুড়ে ছাই হয়ে যাওয়ার। আমতলী উপজেলার কুকুয়া ইউপির হরিমৃত্যুঞ্জয় গ্রামের হারুন প্যাদার বাড়ীতে ।
ভুক্তভোগী   হারুন প্যাদা  জানান, অলৌকিক কোনও কারণে তার বাড়ীতে ৬ দিনে ১৭ বার আগুন ধরছে বাড়ির বিভিন্ন স্থানে। কখনও রান্নাঘরে, কখনওবা কাপড়ের ট্রাংকের ভেতর, কখনও ঘরের চালাতে।
সর্বশেষ গত বৃহস্পতিবার ২ বার  আগুন লেগেছে পাকের ঘরে ও গরুর খড়ে। প্রথম দিন শনিবার  ভোরবেলা ও সকালে ঢাকনা দিয়ে রাখা প্লাস্টিকের ড্রামের ভেতর দুবার, দুপুরে গোয়াল ঘরে একবার আগুন লাগে। এরপর  ঘরের বিভিন্ন স্থানে  ১৭ বার আগুন লেঘেছে।
ভুক্তভোগী হারুন প্যাদার ছেলে শাহিন প্যাদা বলেন, ‘আমরা এখন বিশ্বাস করে নিয়েছি এটা অলৌকিক আগুন। লেপ তোষকে আগুন লেগে পুড়ে যায় ।
হারুন প্যাদার বাড়ির উঠানে ফেলা রয়েছে আগুনে পোড়া তোষক। কিন্তু কী ভাবে এ সব ঘটল?
হারুন প্যাদার স্ত্রী খালেদা বেগম বলেন, বলেন পরিবার নিয়ে সবাই খুব আতঙ্কে আছি। ৬দিন হল হঠাৎ করেই বাড়ির বিভিন্ন জায়গায় ঘরের বিছানায়,পর্দায়, গোয়ালঘরে আগুন ধরে যাচ্ছে।’’ খালেদা বেগম বলছেন, ‘‘এমন ঘটনা কখনও দিনের বেলা ঘটছে, কিন্তু কী ভাবে আগুন ধরছে সেটা আমারা কেউই কিছু বুঝে উঠতে পারছি না।দরজা বন্ধ করে দিয়ে সবাই বাইরে বেরিয়ে যাবার পরেও ঘরের বিছানায় আগুন কী ভাবে ধরে যাচ্ছে সেটাই আমাদের আশ্চর্যজনক লাগছে।‘‘বাড়িতে বাচ্চা রয়েছে। ইলেকট্রিক মিস্ত্রীকে দিয়ে গোটা বাড়ির ইলেকট্রিক লাইন পরীক্ষা করানো হয়েছে। লাইনে কোনও সমস্যা নেই। তবুও হঠাৎ হঠাৎ ঘরে আগুন লেগে যাচ্ছে।’’ প্রতিবেশী ঈসমাইল চৌকিদার  বলেন, “এমন ঘটনা সিনেমায় দেখেছি। গোয়েন্দা ও ভূতের গল্পের বইয়ে পড়েছি। আর এখন সেই সব বাস্তবে দেখতে পাচ্ছি।
 প্রতিবেশি বাবুল মিয়া, মিলন মিয়া ও মো.  রুবেল  বলেন, আমরা শুনেছি হারুন প্যাদার  মেয়ে সুমা সপ্নে দেখেছেন সে গুপ্তধন পাবে এ জন্য তাকে একটি ভোগ দিতে হবে।  সুমা আক্তার এঘটনা তার পিতা মাতাকে জানালেও সুমার পিতা হারুন ও মা খালেদা বেগম ভোগ দেয়নি।
সপ্নে যেদিন ভোগ দিতে বলেছে সেদিন ভোগ না দেওয়ায় তার পরের দিন থেকে আগুন  লাঘতেছে এ কথা তারা হারুন প্যাদার বাড়ীর লোকজনেদের কাছ থেকে শুনেছে । আর আগুন লাঘা প্রথমে দেখতে পায়  হারুনের মেয়ে সুমা তারপর বাড়ীর অন্যলোকজন দেখে । বর্তমানে হারুন প্যাদার বাড়ীতে প্রতিদিন  শতশত লোক ভীড় করছে।  আতংকের মধ্যে রয়েছে প্রতিবেশিরা।
এ ব্যাপারে কুকুয়া ইউপি চেয়ারম্যান মো.বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার বলেন,  বিষয়টি খোজ  খবর নিয়ে দেখতেছি।
আমতলী থানার অফিসার ইনচার্জ মো. সাখাওয়াত হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নারী দালাল হেলেনা আক্তার কে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় ‌জনতা

error: Content is protected !!

আমতলীতে অলৌকিক’ আগুন, আতঙ্কে গ্রামবাসী

আপডেট টাইম : ০৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩
মোঃ ইমরান হোসাইন, আমতলী (বরগুনা) প্রতিনিধি :
আগুনে পুড়ে  যাওয়ার ভয়ে বাড়ীর লোকজনের ব্যবহার্য কাপড় চোপড়  ও মালামাল অন্যর  বাড়িতে রেখে এসেছেন  হারুন প্যাদা । আতঙ্ক ঘরবাড়িতে যেকোনও সময় আগুন লেগে সব পুড়ে ছাই হয়ে যাওয়ার। আমতলী উপজেলার কুকুয়া ইউপির হরিমৃত্যুঞ্জয় গ্রামের হারুন প্যাদার বাড়ীতে ।
ভুক্তভোগী   হারুন প্যাদা  জানান, অলৌকিক কোনও কারণে তার বাড়ীতে ৬ দিনে ১৭ বার আগুন ধরছে বাড়ির বিভিন্ন স্থানে। কখনও রান্নাঘরে, কখনওবা কাপড়ের ট্রাংকের ভেতর, কখনও ঘরের চালাতে।
সর্বশেষ গত বৃহস্পতিবার ২ বার  আগুন লেগেছে পাকের ঘরে ও গরুর খড়ে। প্রথম দিন শনিবার  ভোরবেলা ও সকালে ঢাকনা দিয়ে রাখা প্লাস্টিকের ড্রামের ভেতর দুবার, দুপুরে গোয়াল ঘরে একবার আগুন লাগে। এরপর  ঘরের বিভিন্ন স্থানে  ১৭ বার আগুন লেঘেছে।
ভুক্তভোগী হারুন প্যাদার ছেলে শাহিন প্যাদা বলেন, ‘আমরা এখন বিশ্বাস করে নিয়েছি এটা অলৌকিক আগুন। লেপ তোষকে আগুন লেগে পুড়ে যায় ।
হারুন প্যাদার বাড়ির উঠানে ফেলা রয়েছে আগুনে পোড়া তোষক। কিন্তু কী ভাবে এ সব ঘটল?
হারুন প্যাদার স্ত্রী খালেদা বেগম বলেন, বলেন পরিবার নিয়ে সবাই খুব আতঙ্কে আছি। ৬দিন হল হঠাৎ করেই বাড়ির বিভিন্ন জায়গায় ঘরের বিছানায়,পর্দায়, গোয়ালঘরে আগুন ধরে যাচ্ছে।’’ খালেদা বেগম বলছেন, ‘‘এমন ঘটনা কখনও দিনের বেলা ঘটছে, কিন্তু কী ভাবে আগুন ধরছে সেটা আমারা কেউই কিছু বুঝে উঠতে পারছি না।দরজা বন্ধ করে দিয়ে সবাই বাইরে বেরিয়ে যাবার পরেও ঘরের বিছানায় আগুন কী ভাবে ধরে যাচ্ছে সেটাই আমাদের আশ্চর্যজনক লাগছে।‘‘বাড়িতে বাচ্চা রয়েছে। ইলেকট্রিক মিস্ত্রীকে দিয়ে গোটা বাড়ির ইলেকট্রিক লাইন পরীক্ষা করানো হয়েছে। লাইনে কোনও সমস্যা নেই। তবুও হঠাৎ হঠাৎ ঘরে আগুন লেগে যাচ্ছে।’’ প্রতিবেশী ঈসমাইল চৌকিদার  বলেন, “এমন ঘটনা সিনেমায় দেখেছি। গোয়েন্দা ও ভূতের গল্পের বইয়ে পড়েছি। আর এখন সেই সব বাস্তবে দেখতে পাচ্ছি।
 প্রতিবেশি বাবুল মিয়া, মিলন মিয়া ও মো.  রুবেল  বলেন, আমরা শুনেছি হারুন প্যাদার  মেয়ে সুমা সপ্নে দেখেছেন সে গুপ্তধন পাবে এ জন্য তাকে একটি ভোগ দিতে হবে।  সুমা আক্তার এঘটনা তার পিতা মাতাকে জানালেও সুমার পিতা হারুন ও মা খালেদা বেগম ভোগ দেয়নি।
সপ্নে যেদিন ভোগ দিতে বলেছে সেদিন ভোগ না দেওয়ায় তার পরের দিন থেকে আগুন  লাঘতেছে এ কথা তারা হারুন প্যাদার বাড়ীর লোকজনেদের কাছ থেকে শুনেছে । আর আগুন লাঘা প্রথমে দেখতে পায়  হারুনের মেয়ে সুমা তারপর বাড়ীর অন্যলোকজন দেখে । বর্তমানে হারুন প্যাদার বাড়ীতে প্রতিদিন  শতশত লোক ভীড় করছে।  আতংকের মধ্যে রয়েছে প্রতিবেশিরা।
এ ব্যাপারে কুকুয়া ইউপি চেয়ারম্যান মো.বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার বলেন,  বিষয়টি খোজ  খবর নিয়ে দেখতেছি।
আমতলী থানার অফিসার ইনচার্জ মো. সাখাওয়াত হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই।

প্রিন্ট