ফরিদপুরের সদরপুরে চতুর্থ শ্রেণীতে পড়ুয়া এক শিশু (১২) কে ধর্ষণের অভিযোগে আলী খান (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার সকালে ধর্ষিতার বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সদরপুর থানায় মামলা দায়ের করলে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত আলী খান উপজেলার ভাষাণচর ইউনিয়নের ছৈজদ্দিন মোল্যার ডাঙ্গী গ্রামের আজম খানের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১ আগস্ট) রাত ৮ টার দিকে ওই ছাত্রীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাড়ির পাশে একটি মাঠে নিয়ে জোর করে ধর্ষণ করে। পরে মেয়েটি ডাক-চিৎকার করলে তাকে ফেলে রেখে ধর্ষক পালিয়ে যায়। পরে শিশুটি তাঁর বাবা,মাকে ঘটনার কথা খুলে বলে।
শিশুটির বাবা জানান, মেয়ের মুখে ঘটনার কথা শুনে আমি থানা পুলিশের সহযোগীতা নেই। পুলিশ ধর্ষককে গ্রেপ্তার করেছে। আমার শিশু কন্যাকে ধর্ষণকারীর উপযুক্ত বিচার চাই সরকারের কাছে।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মামুন আল রশীদ জানান, গত বুধবার (২ আগস্ট) সকালে ঘটনার সংবাদ পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশে একটি দল পাঠাই। তারা অভিযান চালিয়ে আলী খানকে গ্রেপ্তার করে। আমরা শিশুটিকে মেডিক্যাল চেক-আপের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। এবং আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদের পর ফরিদপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
প্রিন্ট