ফরিদপুর সদর উপজেলার রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় গতকাল রাত ৯ঃ১৫ মিনিটের দিকে রাস্তা পার হওয়ার সময় জনৈক নুর ইসলাম (১২)পিতা -সালাম ফকির গ্রাম-তুলাগ্রাম, থানা -কোতোয়ালী, জেলা-ফরিদপুরকে খুলনা টু ঢাকাগামী দিগন্ত পরিবহনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন।
পরবর্তীতে সংবাদ পেয়ে ফরিদপুর কোতোয়ালী থানা পুলিশ লাশ উদ্ধারপূর্বক থানায নিয়ে যায়। রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানাধীন দৌলতদিয়া ঘাট থেকে হাইওয়ে পুলিশ বাসটিকে আটক করেছে বলে জানা যায়।
বাসটির অতিরিক্ত গতি ও চালকের অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের মাধ্যমে জানা যায়।
নিহত ব্যক্তির লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানা কর্তৃক আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রিন্ট