সারা দেশের মতো পাবনার চাটমোহরে জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) সকালে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সপ্তাহ ব্যাপী মাংস্য সপ্তাহের উদ্বোধন ঘোষনা করেন ও প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-৩ আসনের সাংসদ সদস্য ভূমি মন্ত্রনালয় সংক্রান্ত স্থানী কমিটির সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন।
উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্টানে চাটমোহর উপজেলা নবাগত ইউওনও মোঃ রেদুয়ানুল হালিম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোছা তানজিনা খাতুন, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন,কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম, চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা, পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিমুদ্দিন মিয়া,ইউপি চেয়ারম্যান, মকবুল হোসেন, রজব আলী বাবলু, আকতার হোসেন, শাহ আলম, নুরুজ্জামান নুরু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম,চাটমোহর প্রেসক্লাবের আহবায়ক রকিবুর রহমান টুকুন।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল মতিন।
সঞ্চালন করেন খামার ব্যবস্থাপক আব্দুল খালেক।
অনুষ্ঠানে বিভিন্ন মৎস্য চাষি, মৎস্যজিবি সমিতির সদস্য,সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সুধিজন উপস্থিত ছিলেন।
জানা গেছে, মৎস্য সপ্তাহে রকম রকম কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
প্রিন্ট