বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখার নবনির্মিত কার্যালয় উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে শহরের আলিপুরের হাসিবুল হাসান লাবলু সড়কের শেখ রাসেল ক্রীড়া কমপ্লেক্সের এ নবনির্মিত কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী জাফর উল্লাহ, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাসিম এ সময় ফরিদপুর জেলা আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এক সংক্ষিপ্ত বক্তব্য বক্তারা বলেন, ফরিদপুরে এখন এই অফিসটাই আওয়ামী লীগের স্থায়ী ঠিকানা। এখান থেকেই আওয়ামী লীগের ও তার অঙ্গ সংগঠনের কার্যক্রম পরিচালিত হবে।
তাছাড়া আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলো এখান থেকেই রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে।
তারা এই অফিসটি নির্মাণ করার কারণে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অন্যান্য নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বেলুন ও পায়রা ওড়ানো হয়, বৃক্ষরোপন কর্মসূচি এবং বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রিন্ট