পাবনার চাটমোহরে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে জাতীয় মৎস্য সপ্তাহের অংশ হিসেবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ জুলাই) সকাল ১১ টায় সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ নূরে আলম সিদ্দিক,খামার ব্যাবস্থাপক আব্দুল খালেক, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা প্রসেনজিত রায়,চাটমোহর প্রেসক্লাবের আহবায়ক রকিবুর রহমান টুকুন, সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, আজকের পত্রিকা প্রতিনিধি শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, মৎস্য চাষি ফজলুল হক, মৎস খাদ্য ব্যবসায়ী ইলিয়াস হোসেন, মৎসজিবী আবু হায়াৎ প্রমূখ।
মতবিনিময় সভায় বক্তরা জাতীয় মৎস্য সপ্তাহের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
প্রিন্ট