কুষ্টিয়ার খোকসায় পৌর আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত। বৃহস্পতিবার বিকেলে খোকসা বাস স্ট্যান্ডে বিশাল শান্তি ও উন্নয়ন সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ খোকসা- কুমারখালীর সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাব জজ।
প্রধান অতিথি বলেন, বিএনপি জোট সরকার এ দেশের যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে যাচ্ছে তার জবাব দিতে আজকের এ শান্তি সমাবেশ। তিনি বলেন আগামীতে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের কোন রকম হয়রানি মামলা হামলা দিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি সকল আওয়ামীলীগ নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে নৌকার কাজ করার আহব্বান জানান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, খোকসা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবুল আখতার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শামসুজ্জামান অরুণ, কুষ্টিয়া বার কাউন্সিলের সভাপতি এডভোকেট নুরুল ইসলাম দুলাল, সাবেক স্পেশাল পিপি আকরাম হোসেন দুলাল, খোকসা উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিকুল আলম তসর, শিলাইদা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তারিকুল ইসলাম তারিক, বেতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম জমির, আমবাড়িয়া ইউপি চেয়ারম্যান আকমল হোসেন, পরিষদের চেয়ারম্যান সাকিব খান টিপু, আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান, আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক আব্দুল মজিদ খান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাজবীর আহমেদ রাজা প্রমুখ।
প্রিন্ট