পাবনা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত রুচি ২য় বিভাগ ফুটবল লীগ শুরু হচ্ছে সোমবার (১৭ জুলাই)। এদিন বিকেলে পাবনার শহীদ অ্যাডভোকেট আমিনুদ্দিন স্টেডিয়ামে পাবনা পাইরেটস এফসি ও ঈশ্বরদী ফুটবল একাডেমীর খেলার মধ্য দিয়ে মাঠে গড়াবে পাবনার সবচেয়ে বড় এই ফুটবল টূর্নামেন্ট।
রবিবার (১৬ জুলাই) সন্ধ্যায় পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের ফুটবল লীগে পাবনা সদর সহ অন্যান্য উপজেলার ২৯টি ফুটবল ক্লাব অংশ নিচ্ছে। মোট খেলা হবে ৫৪টি।
সোমবার বিকেল চারটায় প্রতিযোগিতার শুভ উদ্বোধন করবেন পৃষ্ঠপোষকের প্রতিনিধি স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড পাবনা প্লান্টের পরিচালক আব্দুল খালেক। লীগের পৃষ্ঠপোষকতা করছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।
সংবাদ সম্মেলনে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড পাবনা প্লান্টের পরিচালক আব্দুল খালেক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শহিদুল হক মানিক, সহ-সভাপতি এস মোস্তাকিম সবুজ প্রমুখ বক্তব্য দেন।
- আরও পড়ুনঃ থার্ড টার্মিনালের দায়িত্ব পাচ্ছে জাপান
এ সময় স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের জেনারেল ম্যানেজার আবু তাহের, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি রেজাউল হোসেন বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ হোসেন ফারুক রনি, মিজানুর রহমান মিজু, সদস্য শামসুল আলম, রিজভী আহমেদ রেজা। সংবাদ সম্মেলন পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য মাসুদ রানা।
প্রিন্ট