“শিশুরা থাকুন হাসিতে” শিশুরা থাকুন খুশিতে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার খোকসায় জাতীয় শিশু পুরস্কার-২০২২ ও ২০২৩ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা পরিচালনা কমিটির আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবুল আখতার।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বিল্লাল হোসেন, খোকসা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, উপজেলা বিআরডিবি কর্মকর্তা ইয়ারুল ইসলাম, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিলন হোসেন খান, উপজেলা শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক আবু হানিফ, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আরিফুল আলম তসর, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন, শিল্পকলা একাডেমীর সদস্য সজল বিশ্বাস, রেজওয়ান খান প্রমুখ।
- আরও পড়ুনঃ আগস্টে সর্বজনীন পেনশন কার্যক্রম উদ্বোধন
উপজেলা পর্যায়ে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীগন বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ১১ তারিখে ২০২২ সালের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং ১২ তারিখে ২০২৩ সালের প্রতিযোগিতায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীগণ।
প্রিন্ট