নোয়াখালীর হাতিয়ায় নৌ-পুলিশ ও মৎস্য দপ্তরের যৌথ অভিযানে ৩টি ট্রলার সহ ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩টি ট্রলারকে ১৫হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত কারেন্ট জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
মঙ্গলবার (১১জুন) সকালে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের বাংলাবাজার ঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে তাদের আটক করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: গোলাম সরওয়ার, মৎস্য কর্মকর্তা মানষ মন্ডল, নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: নাসির উদ্দিন সহ মৎস্য অফিস ও নৌ-পুলিশের সদস্যরা।
নৌ-পুলিশ সুত্রে জানা যায়, ২০মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সাগরে মাছ ধরা নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে। নদীতে জেলেরা কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করে উপজেলা মৎস্য দপ্তর ও নৌ-পুলিশের একটি দল। এসময় হাতিয়ার চর ঈশ্বর ইউনিয়নের বাংলাবাজার সংলগ্ন মেঘনা নদীতে পাতানোর প্রস্তুতি অবস্থায় তিনটি ট্রলারকে আটক করা হয়। ট্রলারে থাকা ১৫জন মাঝি মাল্লাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩টি ট্রলারকে ১৫হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দ করা কারেন্ট জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ ব্যাপারে হাতিয়া নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: নাসির উদ্দিন বলেন, মাঝে মধ্যে জেলেরা নদীতে অবৈধ কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকার করে থাকে। অবৈধ কারেন্ট জাল সহ নদীতে সকল অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে।
প্রিন্ট