বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া কল্যাণ অনুদান পেয়েছে গোপালগঞ্জ প্রেসক্লাব (জিপিসি)’র নারী সাংবাদিক নিসা আক্তার দিনা। তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
সোমবার (১০ জুলাই) সকাল ১০ টায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে প্রধানমন্ত্রী কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ অনুদান প্রদান করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে নবীন নারী সাংবাদিক (নিসা আক্তার দিনা) কে ৫০ হাজার টাকার চেক তুলে দেন।
এ সময় তথ্য মন্ত্রী হাসান মাহমুদ, তথ্য মন্ত্রনালয়ের সচিব মোঃ হুমায়ুন কবির খন্দকার, ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল উপস্থিত ছিলেন।
এছাড়াও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন জেলা থেকে অনুদান নিতে আসা ৬৫ জন অসুস্থ, অসচ্ছল, দুর্ঘটনায় আহত সাংবাদিক ও নিহত সাংবাদিক পরিবারের সদস্যগণ উপস্থিত ছিল। এছাড়াও পরবর্তীতে বিভিন্ন জেলার অসুস্থ, অসচ্ছল ও দুর্ঘটনায় আহত মোট ৩৩৮ জন সাংবাদিকদের মধ্যে ৩ কোটি ছেচল্লিশ লক্ষ টাকার অনুদানের চেক জেলা প্রশাসকদের মাধ্যমে বিতরণ করা হবে।
গোপালগঞ্জ প্রেসক্লাব (জিপিসি)’র নবীন নারী সাংবাদিক নিসা আক্তার দিনা তার অনুভূতি ব্যক্ত করে জানান, আমি খুব ইচ্ছাশক্তি ও সাহস নিয়ে সাংবাদিকতায় যুক্ত হয়েছি, আজ মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে অনুদান পাওয়ার পর সেই ইচ্ছা ও সাহস আরো বেড়ে গেল। আমি জানি একজন নারীর জন্য জেলা পর্যায়ে সাংবাদিকতা করে টিকে থাকা খুব একটা সহজ হবে না। পথে বাধা আসবেই, সকল বাধা অতিক্রম করেই সত্য ন্যায়ের পক্ষে সংবাদ পরিবেশন করতে চাই।
প্রিন্ট