ঢাকা , শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ২৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দৌলতপুর গাছে ঝুলছিল বাকপ্রতিবন্ধী নারীর বিবস্ত্র মরদেহ Logo বালিয়াকান্দিতে মনি মুকুর কিন্ডার গার্টেনের দুই দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন Logo বোয়ালমারীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত Logo দৌলতপুর সীমান্তে বিএসএফের হাতে ৭ বাংলাদেশী আটক Logo ফরিদপুরে ৩১ দফার সমর্থনে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo শিবগঞ্জ সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করল বিএসএফ Logo রতনদিয়া ৪নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন সিরাজুল সভাপতিঃ আক্তার সাধারন সম্পদক Logo রায়পুরায় পূর্ব শত্রুতার জেরে ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা, গুলিতে নারী নিহত Logo ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে লিফলেট বিতরণের অভিযোগে জেলা যুবলীগ নেতা গ্রেপ্তার Logo ফরিদপুর-৪ আসনের বিভিন্ন মাদরাসায় মাওলানা মিজান মোল্লার অনুদান প্রদান
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

জাতীয় নির্বাচন নিয়ে বিদেশি চাপ নেইঃ -পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, বিদেশি রাষ্ট্রদূতরা সম্পর্কোন্নয়নের জন্য বাংলাদেশ সফরে এলেও অনেক সময় তারা এমন কথা বলেন, যা অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের শামিল। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকারের ওপর বিদেশি কোনো চাপ নেই বলেও দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী।

গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ডিপ্লোমেটিক করসপন্ডেন্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ আয়োজিত ‘ডিকাব টক’ এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। ডিকাব সাধারণ সম্পাদক ইমরুল কায়েসের সঞ্চালনায় ও স্বাগত বক্তব্য রাখেন ডিকাব সভাপতি রেজাউল করিম লোটাস।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, অন্যের পীড়াপীড়িতে নয়, বরং নিজেদের তাগিদেই আমরা ভালো নির্বাচন করতে চাই। মিসরের মতো কোনো ইলেকশন (বড় পার্টি বাদ দিয়ে) করতে চাই না। আমরা আফগানিস্তান কিংবা মিয়ানমারের মতো নির্বাচন করতে চাই না। আমরা সব দলকে নিয়ে নির্বাচন করতে চাই।

গত কয়েক বছরে দু-একটি বাদে সব কটি নির্বাচন স্বচ্ছ হয়েছে বলেও দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ভবিষ্যতেও আমরা স্বচ্ছ নির্বাচন করব। তবে এ জন্য সব দলমতের ইচ্ছা এবং প্রতিশ্রুতি থাকতে হবে।

অনেক উন্নত দেশের চেয়ে বাংলাদেশের জনগণের নির্বাচনে অংশগ্রহণ বেশি বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যুক্তরাষ্ট্র, ইউরোপের দেশগুলোতে ২৬-৩০ শতাংশ মানুষ ভোট দেয়। আমাদের দেশে ৭০ শতাংশ মানুষ ভোট দেয়।

সুষ্ঠু নির্বাচনের প্রতি সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুুল মোমেন সবাইকে নির্বাচন পর্যবেক্ষণের আহ্বান জানান। তিনি বলেন, আমরা আশা করছি আমাদের ইলেকশন বিশ্বে দৃষ্টান্ত হয়ে থাকবে। ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকান বলেন, যেই আছেন আমরা প্রত্যেককে স্বাগত জানাব। আমাদের আসলে লুকানোর কিছু নেই। আমরা সবাইকে ভোট পর্যবেক্ষণের আহ্বান জানাব। তারা ভালো সাজেশন দিলে স্বাগত জানাব।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন প্রক্রিয়া ধ্বংস করা মানে উন্নয়ন মহাসড়কের যে যাত্রা সব স্থগিত হয়ে যাবে। আমরা দেখতে চাই, আমাদের গ্রহণযোগ্যতা আছে কিনা। আমরা চাই বাংলাদেশে একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হোক। যদি সব দলের আন্তারিকতা থাকে, তা হলে আমরা সুষ্ঠু, অবাধ, সহিংসতামুক্ত নির্বাচন করতে পারব।

রাজনীতিতে আলোচিত সংলাপ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সংলাপ, কার সঙ্গে সংলাপ? আমেরিকাতে কী কোনো সংলাপ করে? ওখানকার প্রেসিডেন্ট কী নির্বাচনের আগে পদত্যাগ করেন? ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার কি পদত্যাগ করেন? এগুলো সব অবান্তর। এগুলো নিয়ে দুনিয়ার আর কোথাও কোনো রীতি নেই। সংবিধান অনুযায়ী আমরা আমাদের দেশে নির্বাচন করব।’


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দৌলতপুর গাছে ঝুলছিল বাকপ্রতিবন্ধী নারীর বিবস্ত্র মরদেহ

error: Content is protected !!

জাতীয় নির্বাচন নিয়ে বিদেশি চাপ নেইঃ -পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন

আপডেট টাইম : ০৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, বিদেশি রাষ্ট্রদূতরা সম্পর্কোন্নয়নের জন্য বাংলাদেশ সফরে এলেও অনেক সময় তারা এমন কথা বলেন, যা অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের শামিল। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকারের ওপর বিদেশি কোনো চাপ নেই বলেও দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী।

গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ডিপ্লোমেটিক করসপন্ডেন্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ আয়োজিত ‘ডিকাব টক’ এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। ডিকাব সাধারণ সম্পাদক ইমরুল কায়েসের সঞ্চালনায় ও স্বাগত বক্তব্য রাখেন ডিকাব সভাপতি রেজাউল করিম লোটাস।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, অন্যের পীড়াপীড়িতে নয়, বরং নিজেদের তাগিদেই আমরা ভালো নির্বাচন করতে চাই। মিসরের মতো কোনো ইলেকশন (বড় পার্টি বাদ দিয়ে) করতে চাই না। আমরা আফগানিস্তান কিংবা মিয়ানমারের মতো নির্বাচন করতে চাই না। আমরা সব দলকে নিয়ে নির্বাচন করতে চাই।

গত কয়েক বছরে দু-একটি বাদে সব কটি নির্বাচন স্বচ্ছ হয়েছে বলেও দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ভবিষ্যতেও আমরা স্বচ্ছ নির্বাচন করব। তবে এ জন্য সব দলমতের ইচ্ছা এবং প্রতিশ্রুতি থাকতে হবে।

অনেক উন্নত দেশের চেয়ে বাংলাদেশের জনগণের নির্বাচনে অংশগ্রহণ বেশি বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যুক্তরাষ্ট্র, ইউরোপের দেশগুলোতে ২৬-৩০ শতাংশ মানুষ ভোট দেয়। আমাদের দেশে ৭০ শতাংশ মানুষ ভোট দেয়।

সুষ্ঠু নির্বাচনের প্রতি সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুুল মোমেন সবাইকে নির্বাচন পর্যবেক্ষণের আহ্বান জানান। তিনি বলেন, আমরা আশা করছি আমাদের ইলেকশন বিশ্বে দৃষ্টান্ত হয়ে থাকবে। ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকান বলেন, যেই আছেন আমরা প্রত্যেককে স্বাগত জানাব। আমাদের আসলে লুকানোর কিছু নেই। আমরা সবাইকে ভোট পর্যবেক্ষণের আহ্বান জানাব। তারা ভালো সাজেশন দিলে স্বাগত জানাব।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন প্রক্রিয়া ধ্বংস করা মানে উন্নয়ন মহাসড়কের যে যাত্রা সব স্থগিত হয়ে যাবে। আমরা দেখতে চাই, আমাদের গ্রহণযোগ্যতা আছে কিনা। আমরা চাই বাংলাদেশে একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হোক। যদি সব দলের আন্তারিকতা থাকে, তা হলে আমরা সুষ্ঠু, অবাধ, সহিংসতামুক্ত নির্বাচন করতে পারব।

রাজনীতিতে আলোচিত সংলাপ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সংলাপ, কার সঙ্গে সংলাপ? আমেরিকাতে কী কোনো সংলাপ করে? ওখানকার প্রেসিডেন্ট কী নির্বাচনের আগে পদত্যাগ করেন? ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার কি পদত্যাগ করেন? এগুলো সব অবান্তর। এগুলো নিয়ে দুনিয়ার আর কোথাও কোনো রীতি নেই। সংবিধান অনুযায়ী আমরা আমাদের দেশে নির্বাচন করব।’


প্রিন্ট