গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ডিপ্লোমেটিক করসপন্ডেন্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ আয়োজিত ‘ডিকাব টক’ এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। ডিকাব সাধারণ সম্পাদক ইমরুল কায়েসের সঞ্চালনায় ও স্বাগত বক্তব্য রাখেন ডিকাব সভাপতি রেজাউল করিম লোটাস।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, অন্যের পীড়াপীড়িতে নয়, বরং নিজেদের তাগিদেই আমরা ভালো নির্বাচন করতে চাই। মিসরের মতো কোনো ইলেকশন (বড় পার্টি বাদ দিয়ে) করতে চাই না। আমরা আফগানিস্তান কিংবা মিয়ানমারের মতো নির্বাচন করতে চাই না। আমরা সব দলকে নিয়ে নির্বাচন করতে চাই।
গত কয়েক বছরে দু-একটি বাদে সব কটি নির্বাচন স্বচ্ছ হয়েছে বলেও দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ভবিষ্যতেও আমরা স্বচ্ছ নির্বাচন করব। তবে এ জন্য সব দলমতের ইচ্ছা এবং প্রতিশ্রুতি থাকতে হবে।
অনেক উন্নত দেশের চেয়ে বাংলাদেশের জনগণের নির্বাচনে অংশগ্রহণ বেশি বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যুক্তরাষ্ট্র, ইউরোপের দেশগুলোতে ২৬-৩০ শতাংশ মানুষ ভোট দেয়। আমাদের দেশে ৭০ শতাংশ মানুষ ভোট দেয়।
সুষ্ঠু নির্বাচনের প্রতি সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুুল মোমেন সবাইকে নির্বাচন পর্যবেক্ষণের আহ্বান জানান। তিনি বলেন, আমরা আশা করছি আমাদের ইলেকশন বিশ্বে দৃষ্টান্ত হয়ে থাকবে। ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকান বলেন, যেই আছেন আমরা প্রত্যেককে স্বাগত জানাব। আমাদের আসলে লুকানোর কিছু নেই। আমরা সবাইকে ভোট পর্যবেক্ষণের আহ্বান জানাব। তারা ভালো সাজেশন দিলে স্বাগত জানাব।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন প্রক্রিয়া ধ্বংস করা মানে উন্নয়ন মহাসড়কের যে যাত্রা সব স্থগিত হয়ে যাবে। আমরা দেখতে চাই, আমাদের গ্রহণযোগ্যতা আছে কিনা। আমরা চাই বাংলাদেশে একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হোক। যদি সব দলের আন্তারিকতা থাকে, তা হলে আমরা সুষ্ঠু, অবাধ, সহিংসতামুক্ত নির্বাচন করতে পারব।
রাজনীতিতে আলোচিত সংলাপ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সংলাপ, কার সঙ্গে সংলাপ? আমেরিকাতে কী কোনো সংলাপ করে? ওখানকার প্রেসিডেন্ট কী নির্বাচনের আগে পদত্যাগ করেন? ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার কি পদত্যাগ করেন? এগুলো সব অবান্তর। এগুলো নিয়ে দুনিয়ার আর কোথাও কোনো রীতি নেই। সংবিধান অনুযায়ী আমরা আমাদের দেশে নির্বাচন করব।’
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha