ফরিদপুরের বোয়ালমারীতে ৭১ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার রাতে থানায় মামলা হয়েছে। পুলিশ বুধবার (৫ জুলাই) দুপুরে আসামীকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠিয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে আসামী মো. সুজন শেখ (৩৫) মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের কলারন গ্রামের বোনানজা জুট কম্পোজিট ফ্যাক্টরির পাশের ব্রিজের উপর মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। এ সময় বোয়ালমারী থানার উপ পুলিশ পরিদর্শক আব্দুল লতিফ মণ্ডলের নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে সুজন শেখকে ৭১ পিস ইয়াবাসহ আটক করে। সুজন উপজেলার চতুল ইউনিয়নের হাসামদিয়া গ্রামের মো. বিষু শেখের ছেলে এবং চিহ্নিত মাদক কারবারি।
পরে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় আব্দুল লতিফ মণ্ডল বাদি হয়ে সুজনকে একমাত্র আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারনীর ১০ (ক) ধারায় বোয়ালমারী থানায় মামলা করেন। আসামীকে বুধবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, ৭১ পিস ইয়াবা পাওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে বুধবার ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
প্রিন্ট