ময়মনসিংহ-৬(ফুলবাড়ীয়া) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মনোনয়ন প্রত্যাশী, বর্তমান উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর কেন্দ্রীয় কমিটির সদস্য এড. রেজাউল করিম চৌধুরী দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন।
শুভেচ্ছাকালে তিনি উপজেলা বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। ঈদ শুভেচ্ছা বিনিময়ের ধারাবাহিকতায় গতকাল সোমবার বিকেলে পৌর সদরেও নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি ।
এসময় এতে উপস্থিত ছিলেন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য আব্দুল করিম সরকার,উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আশিকুল হক, বিএনপি নেতা রফিকুল ইসলাম মাখন, জেলা যুবদলের সহ-সভাপতি আনোয়ার সাদাত আনার, সহ-সাধারণ সম্পাদক ইমরুল কায়েস, পৌর যুবদলের সাধারণ সম্পাদক লুৎফর কবির সালেক, সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ডা. মীর মোজাম্মেল হক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন, সদস্য সচিব আলামিন প্রমুখ।
শুভেচ্ছা বিনিময়কালে এড. রেজাউল করিম চৌধুরী বলেন, সরকার বিরোধী আন্দোলনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তাহলেই দেশের মানুষের যে চাওয়া নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা সেটি বাস্তবায়ন করা সম্ভব হবে।
প্রিন্ট