সংবর্ধনা দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তির সুযোগ পাওয়া আট শিক্ষার্থী এবং ২০২২ সালে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ৪০ জনসহ ৪৮ শিক্ষার্থীকে।ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোনিয়েশন অব আলফাডাঙ্গা (ডুসা)উদ্যোগে শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে সংবর্ধনার আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের সম্মাননা স্মারক দিয়ে শুভেচ্ছা জানান ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলামসহ অতিথিবৃন্দরা।
ওই আট শিক্ষার্থী হলেন, তাহমিদা পারভিন(তিথি), রিফাত আরা, ওবায়েত হোসেন, আবিদা সুলতানা, তাহিয়া তাসনিম, সৌরভ কুমার মন্ডল, রুমি সুলতানা ও নিকিতা জামান।
ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোনিয়েশন অব আলফাডাঙ্গা (ডুসা) কর্তৃক আয়োজিন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহিদুল হাচান, ভাইচ চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, পাচুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম মিজানুর রহমান, ডুসার প্রতিষ্ঠাতা সভাপতি আজমুল আজিজ, আরএমজিবিডি সম্পাদক কবীর আহম্মেদ লিনজু, শ্রীনগর সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড.কুদরত-ই- হুদা, ধামরাই সরকারি কলেজের প্রভাষক শহীদুল্লাহ নজীর মাসুদ, কেন্দ্রীয় কৃষকলীগের নেতা জামাল হোসেন মুন্না, ডুসার সভাপতি শাহারিয়া নাজিম শাওন ও সাধারণ সম্পাদক খালিদ হোসেন প্রমুখ।
প্রিন্ট