সারা দেশের মতো ফরিদপুরে দাম বাড়ছে কাঁচা মরিচ। আজ শনিবার শহরের হাজী শরীয়তুল্লাহ বাজারে এক সরজমিন পরিদর্শন কালে দেখা যায় ফরিদপুরে বিভিন্ন দাম বিক্রি হচ্ছে কাঁচা মরিচ।
বিশেষ করে আড়তে ৫৬০ টাকা থেকে ৬৫০ টাকার মধ্যে প্রতি কেজি মরিচ বিক্রি হলেও। এগুলো বাইরে বিক্রি হচ্ছে ৭০০-৭৫০ টাকার মধ্যে।
এ ব্যাপারে ব্যবসায়ীরা জানান কয়েকদিন তীব্র দাবদাহের কারণে বেশিরভাগ মরিচ ক্ষেত এর ক্ষতি হয়েছে। এছাড়া বেশ কয়েকদিন যাবত বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ায় বৃষ্টির পানি জমে যাবার কারণে মরিচ গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। যে কারণে কাঙ্খিত মরিচ সংগ্রহ করা যাচ্ছে না।
বিক্রেতারা আরো জানান ফরিদপুর কেষ্টপুরের মরিচ ছাড়া এই মুহূর্তে তেমন কোন মরিচ এসে পৌঁছায়নি । ফলশ্রুতিতে উক্ত কাঁচামরিচ গুলো বেশি দামে কিন্তু হচ্ছে। তবে কবে নাগাদ এই সমস্যা মিটবে এ ব্যাপারে তারা কিছু বলতে পারেনি।
এদিকে মরিচের অব্যাহত দান বৃদ্ধিতে সাধারণ জনগণ পড়েছে বিপাকে। বিকল্প হিসেবে শুকনা মরিচের দিকে ঝুঁকে পড়েছেন অনেকে। অনেকেই এক কেজির স্থলে ২৫০ গ্রাম বা ৩০০ গ্রাম কাঁচা মরিচ নিয়ে এই সমস্যার সমাধান করতে দেখা গেছে।
প্রিন্ট