মধুখালী উপজেলা পরিষদের অর্থায়নে আজ মঙ্গলবার বিকেল চারটায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা পরিষদ ও নারী উন্নয়ন ফোরামের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে দুস্থ অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন বুলবুল, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক পরিচালক সেলিনা আক্তার, মধুখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা আক্তার মিনা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম মারা, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম প্রমুখ।
প্রিন্ট