ফরিদপুরের সদরপুরে পত্রিকা হকার আঃ সালাম (৬৫) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন। গত ২৭ জুন মঙ্গলবার সকাল ৮টায় সদরপুর ১৭ রশি গ্রামের নিজবাড়ীতে ইন্তেকাল করেন। পারিবারিক সূত্র জানায়, তিনি (আঃ সালাম) দীর্ঘদিন দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যা রেখে গেছেন। আঃ সালাম সরকারি ৪র্থ শ্রেণীর কর্মচারী ছিলেন। চাকুরীর পাশাপাশি তিনি ৪ দশক ধরে সদরপুর জুড়ে দৈনিক ইত্তেফাক, ইনকিলাব, প্রথমআলো, ডেইলীস্টার , অবজারভার, ভোরেরকাগজ, খবরপত্র সহ দেশের বহুল প্রকাশিত পত্রিকা পাঠকদের হাতে নিরলসভাবে তুলে দেবার কাজে নিযুক্ত ছিলেন।
তিনি হকার সালাম হিসেবেই বেশী পরিচিত ছিলেন। তার মৃত্যুতে সদরপুর প্রেসক্লাবের সভাপতি ও সেক্রেটারী এক শোকবার্তা দিয়েছেন। এ ছাড়াও নির্ভেজাল এই মানুষটির জন্য সদরপুরের সকল পেশার মানুষ গভীর শোক জানিয়েছেন।
প্রিন্ট