ফরিদপুরের সদরপুরে বিশ্ব জাকের মঞ্জিল ও চন্দ্রপাড়া পাক দরবার শরীফে অনুষ্ঠিত হবে দেশের বৃহত্তর ঈদ জামায়াত। চন্দ্রপাড়া পাক দরবার শরীফে সকাল ৮টায় ও বিশ্ব জাকের মঞ্জিলে সকাল ১০টায় ঈদুল আযাহা নামাজের জামায়াত অনুষ্ঠিত হবে।
জামায়াতে অংশগ্রহণের জন্য গতকাল মঙ্গলবার থেকে দুটি দরবারের মুরিদান ও জাকেরানরা কোরবানির পশু নিয়ে কাফেলাযোগে আসতে শুরু করেছে। এবছর ঈদের জামায়াতে প্রায় লক্ষাধিক মুসল্লির সমাবেশ ঘটবে বলে জানান দরবার কর্তৃপক্ষ। নামাজ শেষে বিশ্বের মুসলিম উম্মার সুখ শান্তি ও উত্তর উত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হবে।
- আরও পড়ুনঃ নাগেশ্বরী উপজেলায় কোরবানি কে সামনে রেখে মাংস কাটার সরজ্ঞাম বানাতে ব্যস্ত সময় পার করছেন কামারেরা
চন্দ্রপাড়া পাক দরবার শরীফের খাদেম মাহাবুবুর রহমান ও বিশ্ব জাকের মঞ্জিল দরবারের খাদেম ইঞ্জি. মনির জানান, দরবারে জামায়াতের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
প্রিন্ট