কয়লা সংকটে ২০ দিন বন্ধ থাকার পর দেশের বৃহত্তম পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র রোববার বিকেল ৪টায় আবার চালু হচ্ছে।তাপবিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রেজওয়ান ইকবাল খান বিষয়টি নিশ্চিত করেছেন।
আপাতত দুটি ইউনিটের একটি চালু করা হবে। অপরটিও দুই-তিনদিনের মধ্যে চালু করা যাবে বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘ইন্দোনেশিয়া থেকে ৪১ হাজার ২০৭ হাজার টন কয়লাবাহী জাহাজ অ্যাথেনা গত বৃহস্পতিবার রাতে পায়রা সমুদ্র বন্দরে নোঙ্গর করে। পরের দিন শুক্রবার বিকেল ৩টা থেকে লাইটার জাহাজের মাধ্যমে অ্যাথেনা মাদার ভেসেল থেকে কয়লা আনা হয় তাপবিদ্যুৎকেন্দ্রের মূল জেটিতে।
‘এরপর শনিবার রাত আড়াইটায় মাদার ভেসেল অ্যাথেনা সরাসরি তাপবিদ্যুৎকেন্দ্রের মূল জেটিতে ভিড়ে। আধা ঘণ্টা পর রাত ৩টা থেকে সরাসরি কয়লা খালাস কার্যক্রম শুরু হয়। বিরতিহীনভাবে সেই কয়লা খালাস কার্যক্রম এখনও চলছে। যা শেষ হতে আরও কয়েক ঘণ্টা লাগবে।’
তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে বিদ্যুৎ উৎপাদনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করে রেখেছি। বিকেল চারটায় বিদ্যুৎ উৎপাদন শুরু করে আমরা জাতীয় গ্রীডে যুক্ত করব।’
ডলার সংকটে কয়লা আমদানি না হওয়ায় এর আগে গত ২৫ মে বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে ৫ জুন দ্বিতীয় ইউনিটও বন্ধ হয়।
প্রিন্ট