ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে দেড় মাসের বেশি সময় ধরে সহিংসতা চলছে। এখনও পর্যন্ত এই সহিংসতা শেষ হওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। সম্প্রতি ভারতীয় একজন অবসরপ্রাপ্ত শীর্ষ সেনা কর্মকর্তা তার রাজ্যের পরিস্থিতিকে যুদ্ধ বিধ্বস্ত লিবিয়া, লেবানন এবং সিরিয়ার সঙ্গে তুলনা করে টুইট করেছেন।
অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এল নিশিকান্ত সিং ১৫ জুন টুইটারে লিখেছেন, ‘আমি মণিপুরের একজন সাধারণ ভারতীয়। অবসর জীবন যাপন করছি। আমাদের রাজ্য এখন শাসনহীন। এখানে যেকোনো সময় জীবন ও সম্পত্তি ধ্বংস হতে পারে, যেমন লিবিয়া, লেবানন, নাইজেরিয়া, সিরিয়ায় হয়। কেউ কি শুনতে পাচ্ছেন?’
৪০ বছর ধরে ভারতীয় সশস্ত্র বাহিনীতে দায়িত্ব পালন করা লেফটেন্যান্ট জেনারেল (অব.) এল নিশিকান্ত সিং এর টুইটটি ভাইরাল হয়ে যায়।
এদিকে ভারতের সাবেক সেনাপ্রধান বেদ প্রকাশ মালিক নিশিকান্ত সিংয়ের পোস্টটি রিটুইট করেছেন। তিনি বলেছেন, ‘মণিপুর থেকে অবসরপ্রাপ্ত একজন লেফটেন্যান্ট জেনারেলের একটি অসাধারণ দুঃখজনক আহ্বান। মণিপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য সর্বোচ্চ স্তরের জরুরি মনোযোগ প্রয়োজন।’
সাবেক সেনাপ্রধান মালিক তার টুইটটি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে ট্যাগ করেছেন।
মণিপুর রাজ্যে সহিংসতায় এ পর্যন্ত শতাধিক লোক নিহত হয়েছে। মে মাসের শুরুতে মণিপুরের ইম্ফল উপত্যকায় বসবাসকারী সংখ্যাগরিষ্ঠ মেইতেই জনগোষ্ঠীর সঙ্গে আশেপাশের পাহাড়ের আদিবাসী নাগা-কুকি জাতিগোষ্ঠীর মধ্যে একটি সংঘর্ষ শুরু হয়। এর ফলে রাজ্যের হাজার হাজার মানুষ মণিপুরের বাইরে শরণার্থী শিবিরে রয়েছে বলে জানা গেছে। এছাড়া লাখ লাখ নারী, পুরুষ বাস্তুচ্যুত হয়েছে।
সূত্র: ইন্ডিয়া টুডে
প্রিন্ট