ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শিমুলবাজারে আজ শনিবার বিকেল পাঁচটায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহাদ মিয়ার সভাপতিত্বে ৪,৫ ও ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের এক কর্মী সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকির হোসেন মিয়া, বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক- মোঃ আকরামুজ্জান রাজা, মহিলা বিষয়ক সম্পাদক বাসন্তী রানী দাস প্রমূখ।
- আরও পড়ুনঃ চালের উৎপাদন বেশি বাড়ছে বাংলাদেশে
এ সময় স্থানীয় নেতা কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।সভায় বক্তারা সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও বেগমান করার জন্য দলের সকলকে ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে পূণরায় নির্বাচিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
প্রিন্ট