নওগাঁর আত্রাই উপজেলার কৃষি অফিসের গুরুত্বপূর্ণ ফাইলের সকল কাজ করছে অবসরপ্রাপ্ত এক উপ-সহকারী কৃষি কর্মকর্তা। তবে উপজেলা কৃষি কর্মকর্তার জোগসাজোষে এ কাজ করানো হচ্ছে বলে জানা যায়।
দেশের উত্তর জনপদের খাদ্য শস্য ভান্ডার হিসেবে খ্যাত নওগাঁর আত্রাই উপজেলা। এই উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অন্তত ৮-১০টি প্রকল্পের আওতায় আছেন হাজার ও কৃষক। এর প্রকল্পের মধ্যে রয়েছে প্রণোদনা, কৃষি পুর্ণবাসন, রাজস্ব প্রদর্শনী, সার ও বীজ সরবরাহসহ উন্নয়নমূলক আরও অনেক কিছু। চলতি অর্থবছরে এ উপজেলায় বরাদ্দ হয় লক্ষ লক্ষ টাকা। তবে সে সব বরাদ্দের ফাইলের কাজ সরকারি কর্মকর্তাকে দিয়ে না করিয়ে অবসরপ্রাপ্ত এক উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে দিয়ে দিনের পর দিন ধরে কাজ করিয়ে নেওয়ার অভিযোগ উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে।
অবসরপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তার নাম দ্বিজেন্দ্র নাথ সরকার। সে ২০২২ সালে ১২ নভেম্বর অবসরে যান। তবে তিনি অবসরে গেলেও প্রতিনিয়তই অফিস করেন। এ বিষয়ে অবসরপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা দ্বিজেন্দ্র নাথ সরকারকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, অফিসে আমার মত দক্ষ কোন লোক নেই, এবং উপজেলা কৃষি কর্মকর্তা আমাকে ডাকে; তাই আমি আসি। এবং কাজগুলো করে দিই।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা তাপস কুমার রায়ের কাছে একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা প্রতিনিয়ত অফিসে এসে সরকারি কাজের গুরুত্বপূর্ণ ফাইলের কাজ সম্পন্ন করতে পারেন কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি সাংবাদিকদের কিছুই বলবো না। তবে তিনি বলেন, কর্মকর্তা ইচ্ছে করলে যে কাউকে দিয়েই কাজ করিয়ে নিতে পারে।
এ বিষয়ে নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ বলেন, অবসরপ্রাপ্ত এক কৃষি কর্মকর্তা অফিসে এসে প্রতিনিয়ত কাজ করছে এ বিষয়ে আমার জানা ছিল না। এ বিষয়ে আমি এখনই জানলাম, বিষয়টি আমি দেখছি।
প্রিন্ট