ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।কানাইপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে, আজ রবিবার দুপুর ১১ টার দিকে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।
এসময় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপস্থিত ছিলেন, ইউনিয়নের সকল ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য, সদস্যাবৃন্দ, গ্রাম পুলিশ ও পরিষদের উদ্যোক্তা।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কানাইপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হোসাইন এর সভাপতিত্বে তার স্বাগত বক্তব্যের মাধ্যমে এ বাজেট সভা অনুষ্ঠিত হয়। এরপরে ইউপি সচিব সচিব ভবেশ কুমার বিশ্বাস ২০২৩-২৪ অর্থ বছরের জন্য বাজেট ঘোষণা করেন।
বাজেটে মোট আয় ধরা হয়েছে ৩ কোটি ৩১লাখ ৭১ হাজার ১ শত ৩৯ টাকা। মোট ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৯১ লাখ ৯১ হাজার ১ শত ৩৫ টাকা। এতে উদ্ধৃত তহবিল থাকবে ৩৯ লক্ষ ৮০ হাজার ৪ টাকা ঘোষণা করা হয়।
উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সকল সদস্য, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, ইমাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
- আরও পড়ুনঃ শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ
ঘোষণা করা বাজেটের আয়-ব্যয় হিসাব জনগণের কাছে তুলে ধরেন।ঘোষিত বাজেটের উপর আলোচনায় অংশ গ্রহণ করেন কানাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: লিয়াকত শেখ,ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি সহিদুর রহমান,মো: মনির হোসেন সাহিন,ইউপি সদস্য মো: আ: মোতালেব শেখ প্রমুখ।
প্রিন্ট