মহম্মদপুর উপজেলার রাজাপুর বাজারে আজ বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০ টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।পুড়ে গেছে ১০ টি দোকানের সম্পুর্ণ মালামাল,অগ্নিকান্ডের ঘটনার নিঃস্ব হয়েছে অন্তত ১৫ জন ব্যবসায়ী।এতে আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমান কোটি ছাড়িয়ে যাবে বলে জানান ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান বিশ্বাস।
রাতেই অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন ,উপজেলা নির্বাহী অফিসার জনাব রামানন্দ পাল, সহকারী কমিশনার (ভূমি) জনাব হরেকৃষ্ণ অধিকারী,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান (প্যানেল চেয়ারম্যান) মোছাঃ বেবী নাজনীন, পূজা পরিষদের সাধারণ সম্পাদক শ্রী কানু তেওয়ারী,বীরেন শিকদার স্কুল এন্ড কলেজর অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান মিলন প্রমুখ।
এসময় উপস্থিত সকলে ক্ষতিগ্রস্ত দোকানদার দের সান্ত্বনা প্রদান করেন এবং সাধ্যমতো সরকারি সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য,আজ বিকাল অনুমান ৫ঃ৪৫ মিনিটে রাজাপুর বাজারের ইলেকট্রনিকস পন্য ব্যবসায়ী মোঃ আনিস বিশ্বাসের দোকানের পিছন থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয় সূত্রে প্রাথমিক ভাবে জানা গেছে।কিন্তু আগুনের সূত্রপাত বিষয়ে নির্ভরযোগ্য কোন তথ্য পাওয়া যায়নি।