দেশ ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সম্মিলিত সাংস্কৃতিক জোট ফরিদপুর শাখার উদ্যোগে সংস্কৃতি খাতে বাজেট বৃদ্ধির দাবিতে এক মানব বন্ধন ও পথসভা শনিবার বিকেলে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয় ।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর সাহিত্য উন্নয়ন সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক আসমা আক্তার মুক্তা, উদিচীর সাধারণ সম্পাদক ডাক্তার দিলীপ রায়, বক্তব্য রাখেন সংস্কৃতি ব্যক্তিত্ব কামরুজ্জামান সুমন, শাহ জাহাঙ্গীর, নিরব ইমতিয়াজ শান্ত, মনোজ কুমার দাস।
সভা পরিচালনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটে সাধারণ সম্পাদক সিরাজ- ই -কবির খোকন।
সভায় বক্তারা বলেন বর্তমান বাজেটে সংস্কৃতির জন্য যেটুকু বরাদ্দ করা হয়েছে তা যথেষ্ট নয়। বরংচ গত বছরের বাজেটের চেয়েও তা অনেকটা কম। এত অল্প বাজেট দিয়ে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করা কঠিন। বক্তারা বাজেট দুই শতাংশে উন্নীত করার দাবি জানান।
প্রিন্ট